ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোমান সানার ভাগ্যে জুটল ব্রোঞ্জপদক

প্রকাশিত: ২৩:২৯, ৪ মার্চ ২০২১

রোমান সানার ভাগ্যে জুটল ব্রোঞ্জপদক

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা মঙ্গলবার থেকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। চ্যাম্পিয়নশিপসের দ্বিতীয় দিনে ইলিমিনেশন রাউন্ডের মধ্য দিয়ে বুধবার ৮টি ব্রোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়। রিকার্ভ পুরুষ এককে রোমান সানা (বাংলাদেশ আনসার), রিকার্ভ মহিলা এককে দিয়া সিদ্দিকী (বিকেএসপি), কম্পাউন্ড পুরুষ এককে মোহাম্মদ আশিকুজ্জামান (বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব), কম্পাউন্ড মহিলা এককে রিতু আক্তার (বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব); রিকার্ভ পুরুষ দলগততে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব, রিকার্ভ মহিলা দলগততে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব, কম্পাউন্ড পুরুষ দলগততে বিকেএসপি, কম্পাউন্ড মহিলা দলগততে বাংলাদেশ আনসার ব্রোঞ্জ মেডেল লাভ করে। আজ রিকার্ভ পুরুষ এককে হাকিম আহমেদ রুবেল (বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব) এবং আব্দুর রহমান আলিফের (বিকেএসপি) মধ্যে, রিকার্ভ মহিলা এককে মেহেনাজ আক্তার মনিরা (ঢাকা আর্মি আরচারি ক্লাব) এবং নাজমিন খাতুনের (বাংলাদেশ আনসার) মধ্যে, কম্পাউন্ড পুরুষ এককে হিমু বাছাড় (বিকেএসপি) এবং ঐশ^র্য্য রহমানের (বাংলাদেশ আনসার) মধ্যে, কম্পাউন্ড মহিলা এককে রোকসানা আক্তার (ঢাকা আর্মি আরচারি ক্লাব) এবং সুস্মিতা বণিকের (ঢাকা আর্মি আরচারি ক্লাব) মধ্যে; রিকার্ভ পুরুষ দলগততে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা এবং বিকেএসপির মধ্যে, রিকার্ভ মহিলা দলগততে ঢাকা আর্মি আরচারি ক্লাব এবং বিকেএসপির মধ্যে, কম্পাউন্ড পুরুষ এবং মহিলা দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব এবং বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের মধ্যে গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে।
×