ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিশেষ সিনেট বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিশেষ সিনেট বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের দ্বিতীয় বিশেষ সিনেট অধিবেশন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সিনেটে জাতীয় বিশ^বিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের নাম সংশোধন করে ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’ নামে নতুন নামকরণ করা হয়েছে। এছাড়াও কয়েকটি নতুন দফতর ও শাখা সৃষ্টি এবং তফসিল সংবিধিবদ্ধ করা হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত অধিবেশনে সিনেট চেয়ারম্যান জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন। অধিবেশনে সিনেট চেয়ারম্যান ও উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ তার অভিভাষণে দীর্ঘ দুই টার্ম অর্থাৎ ৮ বছর পূরণ শেষে তার প্রশাসন আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইটিভিত্তিক পরিচালন ব্যবস্থা, আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে প্রশাসনের বিকেন্দ্রীকরণ, অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণ, নতুন নতুন একাডেমিক কার্যক্রম প্রবর্তন, কলেজ শিক্ষকদের প্রশিক্ষণের বিশেষ আয়োজনের কথা উল্লেখ করেন। এ সময় তিনি বৈশ্বিক করোনা পরিস্থিতিকালীন শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গৃহীত কার্যক্রম, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে গৃহীত পদক্ষেপ, কলেজ পারফরমেন্স র‌্যাঙ্কিং, মডেল কলেজ প্রকল্প, ১৩টি শতবর্ষী কলেজ প্রকল্প, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের জন্য পরিবহন সুবিধা সম্প্রসারণ, প্রশাসনকে অধিকতর দক্ষ স্বচ্ছ গতিশীল ও জবাবদিহিমূলক করে গড়ে তোলার লক্ষ্যে একাধিক নতুন দফতর ও সেল সৃষ্টি, সিন্ডিকেট সিনেট একাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন বডির সভা, কলেজ ও প্রফেশনাল প্রতিষ্ঠানের অধিভুক্তি, শিক্ষার্থীদের এম ফিল ও পিএইচডি ডিগ্রী প্রদান, স্পেনভিত্তিক শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিকস-এর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে জাতীয় বিশ^বিদ্যালয়ের ৪৩তম স্থান অর্জন ইত্যাদি সংশ্লিষ্ট তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন। অধিবেশনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য বেগম আরমা দত্ত, সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, নাট্যজন ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও সকল বিভাগীয় কমিশনারসহ মোট ৫৬ জন সদস্য উপস্থিত ছিলেন।
×