ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়কে একদিনে প্রাণ গেল ২৩ জনের

প্রকাশিত: ২১:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১

সড়কে একদিনে প্রাণ গেল ২৩ জনের

জনকণ্ঠ ডেস্ক ॥ সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা রসিদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজনসহ শুক্রবার সড়কে ২৩ প্রাণ ঝরেছে। বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলা ও বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় ছয়জন, বরিশালে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই চাচাত ভাই এবং বাকেরগঞ্জে ট্রলি উল্টে হেলপারসহ তিনজন, ময়মনসিংহের ধোবাউড়া হালুয়াঘাট সড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবলীগের ২ কর্মী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসের চাপায় টমটম চালক, ঝিনাইদহে তিন মোটিরসাইকেলের সংঘর্ষে যুবক, চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে চালক এবং মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী কানিজ ফাতেমা (৩৭) নামে এক নারী নিহত হন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা রসিদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান রুমেল (৩৩)। এনা পরিবহনের বাস চালক ও সমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮)। এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫)। হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪)। বি-বাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারি এলাকার নাদিম আহমদ সাগর (২৯) ও সিলেট নগরের আখালিয়া এলাকা শাহ কামাল (২৭) এবং ছাতক বাংলাবাজার এলাকার রহিমা খাতুন (২৫)। এ ঘটনায় ৩০ জন আহত হন। এর মধ্যে ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীনরা হচ্ছেন- রেজাউল করিম (৫০), শামিম (২৩), জসিম উদ্দিন (৩০), আলা উদ্দিন (৬০), সায়ান (১৬), সালাম (৪০), ডা. অন্তরা (৩০), চান বিবি (৬০), শারমিন (৩০), সীমা পারভিন (৩০), সানাত (৩৫), মাহি (০৭), সুর্বনা (৩০) ও সেলিনা পারভীন (৩০)। দুর্ঘটনা কবলিত বাস দুটি হচ্ছে- ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহন। প্রত্যক্ষদর্শীরা জানান, লন্ডন এক্সপ্রেস দ্রুত গতিতে ভুল সাইটে চলে আসার কারণে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। সিলেটগামী গাড়িটি ব্রিজ পার হয়েই বিপরীত দিক থেকে আসা এনা গাড়ির ওপর উঠে যায়। এ সময় প্রচ- গতিতে এনা বাসের সঙ্গে লন্ডন এক্সপ্রেসের সংঘর্ষ ঘটে। লন্ডন এক্সপ্রেসের বেঁচে যাওয়া এক যাত্রী জানান, ঢাকা থেকে আসার পথে বার বার গাড়ির চালক অন্য গাড়িকে বেপরোয়া গতিতে ওভারটেক করছিলেন। কয়েকবার আমরা সতর্ক করার পরও চালক আমাদের কথা শোনেনি। বগুড়ায় ৬ জন ॥ শুক্রবার বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে শাজাহানপুরে বাস চাপায় সিএনজিচালিত অটোরিক্সার চালক শাহাজামাল(৩৪), যাত্রী কালিদাস (৭২), সুদয় কুমার মোহন্ত (৪০), হারেজ (৪০) ও দুপচাঁচিয়ায় ব্যাটারিচালিত অটোরিক্সার চালক রবিউল ইসলাম রাসেল (৩৫) ও যাত্রী মুক্তার হোসেন (৩২)। দুর্ঘটনার পর পুলিশ বাস ও ট্রাক আটক করেছে। জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে সিএনজিচালিত একটি অটোরিক্সা যাত্রী নিয়ে শেরপুর উপজেলার দিক থেকে বগুড়া শহরের দিকে আসছিল। পথে শাজাহানপুর উপজেলার মাঝিরাবাজার এলাকায় শাওন পরিবহন নামে একটি বাস পেছন দিক দিয়ে অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার তিনজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর দুর্ঘটনা দুপুর আড়াইটার দিকে নওগাঁর দিক থেকে বগুড়াগামী একটি ট্রাক ব্যাটারিচালিত একটি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সা চালক ও এর যাত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। বরিশালে ৩ জন ॥ চরমোনাই’র মাহফিলস্থলে জুমার নামাজ আদায়ের জন্য ফরিদপুর থেকে এসে সড়ক দুর্ঘটনায় দুই চাচাত ভাই এবং বাকেরগঞ্জে ট্রলি উল্টে হেলপার নিহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বালুবাহী একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শরীফ শেখ (২০) নিহত ও আরোহী গুরুত্বর আহত আলামিনকে (২১) শেবাচিম হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে বেলা আড়াইটার দিকে মারা যান। নিহত শরীফ শেখ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আলগী গ্রামের সিরাজ শেখের পুত্র এবং আলামিন একই বাড়ির মোঃ ইউনুস আলীর পুত্র। বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ডিসি রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রলি উল্টে জাহিদুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জাহিদুল গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের বশির হাওলাদারের ছেলে। ময়মনসিংহে ২ যুবলীগ কর্মী ॥ ধোবাউড়া হালুয়াঘাট সড়কে শুক্রবার সকালে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবলীগের দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের শহিদুল কায়সার রনি ও খড়িয়া ইউনিয়নের জাহিদ হাসান রাসেল। জানা গেছে, সকাল ১০টার সময় ধোবাউড়া থেকে মোটর সাইকেলযোগে হালুয়াঘাট যাওয়ার পথে মেকিয়ারকান্দায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী রনি ও রাসেল। হবিগঞ্জে টমটম চালক ॥ জেলার শায়েস্তাগঞ্জে বিরতিহীন বাসের চাপায় টমটম চালক আবেদ আলী সোহাগ (১৮) নিহত হয়েছেন। তিনি জেলার চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ১০ জন। শুক্রবার সকাল ১১টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জগামী বিরতিহীন বাস হবিগঞ্জগামী অটোরিক্সাকে চাপা দেয়ায় ঘনাস্থলেই অটোরিক্সা চালক মারা যান। বাসটিও সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে উভয় গাড়ির প্রায় ১০ যাত্রী আহত হয়। ঝিনাইদহে যুবক ॥ ঝিনাইদহের কালীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে শিমুল বিশ্বাস (৪০) নামে যুবক নিহত হয়েছেন। সে সময় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার বিকেল ৫টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল বিশ্বাস কোটচাঁদপুর পৌরসভার দুধসর গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় ভ্যানচালক ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামে ব্যাটারিচালিত অবৈধ পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিপন আলী (৩২) নামের একজন নিহত হয়েছেন।
×