ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২২:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১

ঝলক

গরুর পেটে মিলল সুই কয়েন ও স্ক্রু ভারতের ফরিদাবাদে দুর্ঘটনায় আহত একটি গরুর অস্ত্রোপচার করে সবাই অবাক হয়ে গেছেন। পেটে ৭১ কেজি প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য পাওয়া গেছে। পরিবেশেবাদীরা বলছেন, দেশটিতে প্লাস্টিক বর্জ্য ও আবর্জনা কতটা মারাত্মক রূপ নিয়েছে, তা ফুটে উঠেছে ওই ঘটনায়। পশু চিকিৎসকেরা চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন। গরুটির পেটে পাওয়া বর্জ্যরে মধ্যে আছে প্লাস্টিক, সুই, কয়েন, গ্লাসের টুকরো, স্ক্রু ও বিভিন্ন ধরনের পিন। শহরে ঘাস খাওয়ার সময় এগুলো তার পেটে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। ডাঃ আতুল মাওরিয়া বলেন, পশুটির অস্ত্রোপচার সফল হলেও এখনও আশঙ্কামুক্ত না। আগামী ১০ দিন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সড়ক দুর্ঘটনায় আহত হওয়া গরুটি ফরিদাবাদের এনআইপি-৫ থেকে উদ্ধার করা হয়েছে। পরে দেবাশ্রী প্রাণী হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দেখতে পান গরুটি নিজেই নিজের পেটে ক্রমাগত লাথি মারছে। এতে তাদের মনে হলো দুর্ঘটনায় আহত হওয়া ছাড়াও এটির শরীরে আলাদা যন্ত্রণা আছে। -টাইমস অব ইন্ডিয়া কফিন ভেসে গেল সমুদ্রে পাহাড়ের খাঁজে ছিল শতাব্দী প্রাচীন কবরস্থান। সম্প্রতি ধস নামে সেখানে। যার জেরে কবরস্থানের কফিনগুলো সমুদ্রের জলে পড়ে ভেসে যায়। ঘটনাটি ঘটেছে ইতালির জেনোয়ায়। ক্যামোগলি শহরের ওই কবরস্থানটি শত বছরেরও বেশি পুরনো। সমুদ্রের ধারে থাকা পাহাড়ের খাঁজে ছিল সেটি। সম্প্রতি সেখানে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন শ্রমিকরা। তারাই প্রথম পাহাড়ের খাঁজে ফাটল দেখতে পান। তারপর সেই কাজ বন্ধ ছিল। পরে সেখানে হঠাৎই ধস নামে। ফলে কবরস্থানে থাকা কফিনগুলো পাহাড়ের খাঁজ থেকে সমুদ্রে গিয়ে পড়ে এবং অধিকাংশ কফিনই ভেসে যায় জলে। ক্যামোগলির মেয়র ফ্রান্সেসকো অলিভারি জানিয়েছেন, কবরস্থান থেকে প্রায় ২০০ কফিন পড়েছে সমুদ্রে। তার মধ্যে উদ্ধার করা গেছে মাত্র ১০টি। এই ঘটনাকে ‘অকল্পনীয় বিপর্যয়’ বলেও উল্লেখ করেছেন তিনি। ভূতত্ত্ববিদদের একটি দল বিষয়টি নিয়ে পরীক্ষা করছে বলে জানিয়েছেন তিনি। পাহাড়ের ওই অংশে আর ধস নামার সম্ভাবনা আছে কিনা, তাও খতিয়ে দেখছে বিশেষজ্ঞের দল। -সিএনএন
×