ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পিলখানা ট্রাজেডিতে পরোক্ষভাবে জড়িতদের বিচারের আহ্বান জি এম কাদেরের

প্রকাশিত: ১৭:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১

পিলখানা ট্রাজেডিতে পরোক্ষভাবে জড়িতদের বিচারের আহ্বান জি এম কাদেরের

স্টাফ রিপোর্টার ॥ পিলখানা হত্যাকান্ড নিয়ে জনমনে কিছুটা বিভ্রান্তি আছে। সরকারের পক্ষ থেকে তদন্ত সংস্থার রিপোর্ট প্রকাশ হলে এই হত্যাকান্ড নিয়ে সাধারণ মানুষের সন্দেহ ও বিভ্রান্তি দূর হবে বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বৃহস্পতিবার বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জি এম কাদের। এসময় দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি এসএম ফয়সল চিশতী দোয়া-মুনাজাত পরিচালনা করেন। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি বলেন, সরকারী ভাবে ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে নিহতদের আত্মীয়রাও বুঝতে পারবেন কোন প্রেক্ষিতে তাদের স্বজনরা নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হয়েছেন। এটা শহীদ পরিবারের জন্য সান্তনাও হবে। তিনি বলেন, প্রতিটি ষড়যন্ত্রের সাথে কিছু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকে। তাই পিলখানা ট্রাজেডিতে পরোক্ষভাবে কেউ জড়িত থাকলে তাদেরও বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান তিনি। উচ্চ আদালতে বিচারাধিন মামলায় হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি হবে এমন আশাবাদ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান, এস.এম. ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান এইচ.এম. শাহরিয়ার আসিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মিজানুর রহমান, আহাদ ইউ চৌধুরী শাহীন, হেলাল উদ্দিন, আবু তৈয়ব, মাহমুদ আলম, আব্দুস সাত্তার, আরিফুল ইসলাম রুবেল, মোঃ আলমগীর হোসেন, জিয়াউর রহমান বিপুল, মাসুদুর রহমান, মুশফিকুর রহমান। সাবলীল বিশ্লেষণধর্মী ও কথনে স্মরণীয় হয়ে থাকবেন- রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত সৈয়দ আবুল মকসুদ বর্ণাঢ্য কর্মময় জীবনে সাংবাদিকতার পাশাপাশি দেশের রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে লেখালেখি করতেন। তিনি সাবলীল, বিশ্লেষণধর্মী ও কথনের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। মঙ্গলবার সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে এক শোক বার্তায় রওশন এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, প্রথিতযশা এ কলাম লেখকের মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা ও সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ভ্যাকসিন নিরাপদ-রওশন ॥ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংসদের মেডিকেল সেন্টারে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। বৃহস্পতিবার গণ টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে তিনি এই টিকা গ্রহণ করেন। ভ্যাকসিন নেয়া শেষে বিরোধীদলীয় নেতা বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেয়া হচ্ছে। সকলেই এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।
×