ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোমতী নদীর বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ

প্রকাশিত: ২১:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২১

গোমতী নদীর বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি ॥ কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও দখলদারিত্বের দৌরাত্মরোধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এমন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। সোমবার সকালে প্রার্থীর উপজেলা সদরের নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত এ ইশতেহার পাঠ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচনের প্রধান সমন্বয়ক শেখ আবদুল আউয়াল। ইশতেহারে কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বেকার সমস্যার সমাধান, রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়া, গোমতী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধসহ ১১ দফা বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোছলেহ উদ্দিন মাস্টার, এ কে এম মনিরুজ্জামান, ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, মনিরুজ্জামান রিপন, মোঃ আলমগীর কবির, সাদিয়া সাবাহ্ এবং জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
×