ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৬ বছরেও কিবরিয়া হত্যার বিচার শেষ হয়নি

প্রকাশিত: ২৩:১০, ২৮ জানুয়ারি ২০২১

১৬ বছরেও কিবরিয়া হত্যার বিচার শেষ হয়নি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৭ জানুয়ারি ॥ ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ হত্যার ১৬ বছরেও মামলার বিচার শেষ হয়নি। নানা নাটকীয়তার মধ্য দিয়ে তদন্ত কাজ শেষ হতে সময় লেগেছে ১০ বছর। দ্রুত বিচার আদালতে মামলাটি এতই কচ্ছপ গতিতে চলছে যে, গত এক বছরে সাক্ষ্য গ্রহণের সংখ্যা বাড়েনি একটিও। মামলা সূত্রে জানা যায়, সিআইডি’র তৎকালীন সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান মামলাটি তদন্তের পর ২০০৫ সালের ২০ মার্চ ১০ জনের বিরুদ্ধে ১ম অভিযোগপত্র দাখিল করেন। সুষ্ঠু তদন্ত হয়নি দাবি করে, মামলার বাদী এ্যাডভোকেট আব্দুল মজিদ খান আদালতে নারাজি আবেদন করেন। আদালত আবেদনটি খারিজ করলে ১৪ মে তিনি হাইকোর্টে আপীল করেন। আপীলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ সরকারের প্রতি ‘কেন অধিকতর তদন্ত করা যাবে না’ মর্মে রুল জারি করেন। ১৮ মে লিভ টু আপীল করে সরকার। আপীল বিভাগ সরকারের আপীল খারিজ করেন। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত মামলায় মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। একই ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায়ও ২০২০ সনের ২২ অক্টোবর চার্জ গঠন করা হয়। ২৭ জানুয়ারি উভয় মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে। সূত্র মতে, এ মামলার মূল আসামিদের বিরুদ্ধে সারাদেশে জঙ্গী হামলা সংক্রান্ত বিভিন্ন জেলায় মামলা রয়েছে। ফলে দেশের বিভিন্ন আদালতে হাজির করানোর জন্য এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করতে হয়। এমতাবস্থায় কিবরিয়া হত্যা মামলার ধার্য তারিখে সব সময় আদালতে হাজির সম্ভব হয় না। এতে মামলার বিচার কাজ বিলম্বিত হচ্ছে। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি সরোয়ার আহমদ চৌধুরী আবদাল বিষয়টি স্বীকার করে বলেন, এ মামলার আসামিদের মধ্যে ৩ জনের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এরা হচ্ছেন মুফতি আব্দুল হান্নান, শরীফ সাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন রিপন। কিবরিয়া হত্যা মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ ॥ সিলেট অফিস জানায়, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার ময়নাতদন্তকারী চিকিৎসকসহ আরও চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয় বলে জানিয়েছেন আদালতের পিপি সরওয়ার চৌধুরী আবদাল। আদালতে সাক্ষ্য দেন শাহ এএমএস কিবরিয়ার ময়নাতদন্তকারী চিকিৎসক ডাঃ মোঃ আব্দুল্লাহ, ঘটনার প্রত্যক্ষদর্শী রহমত আলী, আব্দুল মতিন ও ইমান আলী।
×