ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরোজ রশীদের বক্তব্যের জবাবে নির্মূল কমিটি

প্রকাশিত: ২৩:৩৪, ২৬ জানুয়ারি ২০২১

ফিরোজ রশীদের বক্তব্যের জবাবে নির্মূল কমিটি

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ জানুয়ারি জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ সংসদ অধিবেশনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতি কদর্য ভাষায় বিষোদ্গার করে যেভাবে এই সংগঠন নিষিদ্ধ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তার তীব্র নিন্দা করেছে দেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সর্ববৃহৎ এই নাগরিক সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটি। সোমবার সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযোদ্ধা কলাম লেখক সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ ও সাধারণ সম্পাদক কাজী মুকুল কর্তৃক স্বাক্ষরিত এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘২৪ জানুয়ারি জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ যে কদর্য ভাষায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতি বিষোদ্গার করেছেন আমরা এর তীব্র নিন্দা করি এবং সংসদের ধারাবিবরণী থেকে এ ধরনের অসংসদীয়, কদর্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য স্পীকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ ‘কাজী ফিরোজ রশীদ বাংলাদেশে বাস করেও কারা, কী উদ্দেশ্যে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠন করেছেন তিনি যদি তা না জানেন সেটা চরম মূর্খতারই পরিচায়ক।
×