ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরেই রেকর্ড গড়ে সিরিজ সেরা সাকিব

প্রকাশিত: ২০:৫৮, ২৫ জানুয়ারি ২০২১

ফিরেই রেকর্ড গড়ে সিরিজ সেরা সাকিব

স্পোর্টস রিপোর্টার॥ একের পর এক নতুন রেকর্ড গড়াই যেন সাকিব আল হাসানের কাজ। সেই রেকর্ড গড়ায় রাশ টানতে হয়েছিল আইসিসির দেওয়া ১ বছরের নিষেধাজ্ঞায়। তবে ফেরার পর আবার রেকর্ড গড়ার মিশনে নেমেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব হয়েছেন সেরা খেলোয়াড়। ৩ ম্যাচে এক ফিফটিতে ১১৩ রান করার পাশাপশি ৬ উইকেট নিয়েছেন তিনি। দু’টি বড় অর্জনের পাশাপাশি আরেকটি রেকর্ড গড়েছেন সাকিব এই সিরিজে। প্রথম ওয়ানডেতেই তিনি মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজার পর তৃতীয় বাংলাদেশী হিসেবে দেশের মাটিতে ১০০ ওয়ানডে খেলার গৌরব অর্জন করেন। সেই ম্যাচে ৮ রানে ৪ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোন বাংলাদেশী হিসেবে সেরা বোলিংয়ের নজির গড়েন। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের ৪৮তম ফিফটি হাঁকিয়ে তিনি তৃতীয় বাংলাদেশী হিসেবে তিন ফরমেটের ক্রিকেট মিলিয়ে দেশের মাটিতে ৬০০০ রানের মাইলফলক পেরিয়ে যান। এর ফলে ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরমেটের ক্রিকেট মিলিয়ে ৬ হাজার রান ও ৩ শতাধিক উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েন তিনি। আজ ৮১ বলে ৩ চারে ৫১ রান করেন সাকিব। এর ফলে দেশের মাটিতে সাকিব ওয়ানডে, টি২০ ও টেস্ট মিলিয়ে মোট ১৭০ ম্যাচ খেলে ৬০০০ রানের মাইলফলক পেরিয়ে যান। তার আগে তামিম (১৬২ ম্যাচে ৬৭১৪) ও মুশফিক (১৮৯ ম্যাচে ৬১০৪) তিন ফরমেট মিলিয়ে দেশের মাটিতে ৬ হাজার রান পূর্ণ করেছেন। এর অনেক আগেই দেশের মাটিতে ৩ ফরমেট মিলিয়ে ৩০০ উইকেটের মালিক হয়েছেন সাকিব। ওয়ানডের ইতিহাসে আর কোন ক্রিকেটারই দেশের মাটিতে ব্যাট হাতে ৬ হাজার রানের পাশাপাশি ৩ শতাধিক উইকেট নিতে পারেননি। অনন্য এক নজির গড়লেন তিনি। এখন তার তিন ফরমেট মিলিয়ে রান ৩৬.৮৫ গড়ে ৬০৪৫ এবং উইকেট ৩৩৬। এই রেকর্ডগুলো গড়ার দিনে সিরিজসেরার পুরষ্কারও উঠেছে সাকিবের হাতে। এবার নিয়ে মোট ৬ বার তিনি সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন। সাকিব ফিরলেন একেবারে রাজার মতোই।
×