ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাল আমদানিতে এলসি খোলার সময় বেড়েছে

প্রকাশিত: ২৩:১৮, ২৪ জানুয়ারি ২০২১

চাল আমদানিতে এলসি খোলার সময় বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী পর্যায়ে চাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১০ জানুয়ারি। শনিবার খাদ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙ্গা দানাবিশিষ্ট বাসমতি নয় এমন সেদ্ধ চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য অনুমতি দেয়া হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। চাল আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দপত্র ইস্যুর সাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা ১ থেকে ৫ হাজার টন বরাদ্দ পেয়েছেন, তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে বাকি চাল বাজারজাত করতে হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান ৫ হাজার ১ থেকে ২০ হাজার টন বরাদ্দ পেয়েছে তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ৩০ দিনের মধ্যে বাকি ৫০ শতাংশ চাল এনে বাজারজাত করতে হবে বলে শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রসঙ্গত, দেশে খাদ্য মজুদ বাড়াতে চাল আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া সরকারী-বেসরকারী খাতে ২০ লাখ টন চাল আমদানি করা হবে। এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়কে ইতোমধ্যে প্রায় ৫ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে বেসরকারী খাতেও আমদানি হচ্ছে। ইতোমধ্যে বাজারে চালের দাম কমতে শুরু করেছে।
×