ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বোয়েসেলের ভাষা প্রশিক্ষণ ও মোটিভেশন সেন্টার চালু

কোরিয়ান, আরবী ও জাপানী ভাষা প্রশিক্ষণ দেয়া হবে

প্রকাশিত: ২৩:৩২, ২১ জানুয়ারি ২০২১

কোরিয়ান, আরবী ও জাপানী ভাষা প্রশিক্ষণ দেয়া হবে

ফিরোজ মান্না ॥ বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এ্যান্ড সার্ভিসেস লিমিটেডে (বোয়েসেল) ঢাকায় বৈদেশিক ভাষা প্রশিক্ষণ ও মোটিভেশন সেন্টার চালু করেছে। এই সেন্টারে প্রাথমিকভাবে কোরিয়ান, আরবী ও জাপানী ভাষা প্রশিক্ষণ দেয়া হবে। পর্যায়ক্রমে যে সব দেশে বাংলাদেশের শ্রমবাজার রয়েছে, ওই সব দেশের ভাষাও প্রশিক্ষণের আওতায় চলে আসবে। ফলে কর্মীরা সংশ্লিষ্ট দেশে গিয়ে সহজেই কর্মক্ষেত্রে সফল হবেন। ভাষা প্রশিক্ষণের পাশাপাশি কর্মীদের দক্ষ করে গড়ে তোলার বিষয়টিও সেন্টারে যুক্ত করা হবে। করোনা পরবর্তী বিশ্বে দক্ষ কর্মীর চাহিদা পূরণে এমন উদ্যোগ নেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জনকণ্ঠকে বলেন, দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ দুটি বিষয়ের ওপর গুরুত্ব না দিলে আগামীদিনে শ্রমবাজার টিকিয়ে রাখা কঠিন হবে। সরকারী বেসরকারী উদ্যোগে দক্ষ জনবল ও সংশ্লিষ্ট দেশের ভাষা শেখাতে জরুরী। করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক শ্রমবাজারে অদক্ষ কর্মীদের চাহিদা দিন দিন কমে আসছে। করোনা মাহামারী কেটে গেলে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন হবে। তখন যে দেশের কর্মীরা বেশি দক্ষ সেই দেশের কর্মীরাই শ্রমবাজারে জায়গা করে নিতে হবে। তাই আগে থেকেই দক্ষ কর্মী তৈরি করতে সরকারী ও বেসরকারী পর্যায়ে দক্ষ কর্মী তৈরি করতে হবে। দক্ষতার পাশাপাশি ভাষা প্রশিক্ষণ ও মোটিভেশন যোগ হলে সুষ্ঠু শ্রম অভিবাসন অনেকাংশেই নিশ্চিত করা সম্ভব হবে। বৈদেশিক ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগকে ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে। নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে বিমান সেবা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট ইস্যু বিভাগেরও দায়িত্ব পালন করতে হবে। এদিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সম্প্রতি জীবন বীমা কর্পোরেশনের মধ্যে ‘প্রবাসী কর্মী বীমা চুক্তি নবায়ন ২০২১’ করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জীবন বীমা কর্পোরেশনের মধ্যে সম্পাদিত প্রবাসী কর্মী বীমা চুক্তি নবায়নে একটি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষে মহাপরিচালক মোঃ হামিদুর রহমান ও জীবন বীমা কর্পোরেশনের পক্ষে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষর করেন। অন্যদিকে বিএমইটি ও অগ্রণী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। বিএমইটির মহাপরিচালক মোঃ শামছুল আলম এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে বিদেশগামী কর্মী ও বিদেশে অবস্থানরত কর্মীদের বীমা সুবিধা বৃদ্ধি ও সহজীকরণ হবে। দেশগামী কর্মী এবং বিদেশে অবস্থানরত কর্মীদের বীমা সুবিধা বৃদ্ধি ও সহজীকরণের লক্ষ্যে নন-বাইন্ডিং স্টাডি সংক্রান্ত বিষয়ে এই চুক্তি হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রবাসী কর্মীদের জন্য সেবার মান বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিদেশগামী ও বিদেশ ফেরত কর্মীরা যেন সহজেই সরকারী সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখতে মন্ত্রণালয়ের সব পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে ‘ওয়ানস্টপ’সেবা কার্যক্রম চালু করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের শ্রমবাজারগুলোতে প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশী কর্মী কাজ করছেন। এই কর্মীদের মধ্যে অনেকে আছেন যাদের বৈধ কোন কাগজপত্র নেই। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, কোম্পানি পরিবর্তন করা অথবা কথিত ফ্রি ভিসার কারণে অনেক কর্মী ‘আনডকুমেন্টেড’ বা অনিয়মিত হয়ে গেছেন। তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের নিয়মিত যোগাযোগ রেখে, অবৈধ কর্মীদের বৈধ করার জন্য দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাওয়া। করোনা মহামারীর কারকে প্রবাসী কর্মীদের নানা সমস্যায় পড়েছেন। তারা যাতে কোন প্রকার অসুবিধায় না থাকেন তার জন্য সব ধরনের চেষ্টা অব্যহ্যত রাখা। করোনাভাইরাসের প্রভাবে মহাসঙ্কটে পড়েছেন প্রবাসী কর্মীরা। একদিকে ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া অন্যদিকে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। প্রতিটি দেশ বর্তমানে লকডাউনে রয়েছে। কারও কোন কাজ নেই। ফলে তাদের চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। বিভিন্ন দেশে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ কর্মী এমন এক ভয়াবহ পরিস্থিতি পার করছেন। তাছাড়া এক রুমে অনেক বেশি সংখ্যক কর্মী বসবাস করায় তাদের করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছে। অনেক দেশেই বাংলাদেশী বহু কর্মী আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত বিভিন্ন দেশে কয়েক শ’ বেশি কর্মী করোনায় মারা গেছেন।
×