ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৬:৫৬, ২০ জানুয়ারি ২০২১

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যূদণ্ড ও তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ। আজ বুধবার দুপুরে এ দন্ড প্রদান করেন তিনি। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের পহেলা আগস্ট ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়ায় নববধূ ফারজানা আক্তার মুমু (২৩) কে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে তার স্বামী ইমতিয়াজ হোসেন। এ ঘটনার পর পুলিশের ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনার পুলিশ পরদিন সদর থানায় একটি ইউডি মামলা রুজু কের। পরে ময়না তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সদর থানা পুলিশের এস আই নাজমুল হক বাদি হয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর সহযোগি আসাদ হোসেনসহ দু’জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ স্বামী ইমতিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও সহযোগী আসাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
×