ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় সাগরে গোসল করার সময় পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ১৫:০৭, ২০ জানুয়ারি ২০২১

কুয়াকাটায় সাগরে গোসল করার সময় পর্যটকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটায় সাগরে গোসল করতে গিয়ে সৈকতের বেলাভূমে লাফ (ডিগবাজি) দেয়ার সময় গুরুতর আহত হয়ে বাবলু (৩২) এক পর্যটক মারা গেছেন। আজ বুধবার দুপুরে মারা গেছেন বাবলু। তার বাড়ি ঝিনাইদহ জেলার গোবিন্দপুর উপজেলার ধোপাঘাটা মহল্লায়। বাবার নাম মৃত মৃসলিম মিয়া। জানা গেছে, বাসযোগে বাবলুসহ ৫৫ জনের একটি দল বুধবার সকালে কুয়াকাটায় পিকনিকে যায়। দুপুরে নিহত বাবলু, তার ছেলে মাহিম (১০) সহ চার/পাঁচ জনে সাগরে গোসল করছিলেন। কখনও ছবি তুলছিলেন। এরই মধ্যে বাবলু বেলাভূমে সামনের দিকে ঘুর্ণিলাফ (ডিগবাজি) দেয়। দূর্ভাগ্য, উল্টে বালুতে পড়ে অচেতন হয়ে যান। সহযোগীসহ স্থানীয়রা দ্রুত কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে সব শেষ। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দায়িত্বরত চিকিৎসক মাইনুল হাসান জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শরীরে বালুমাখা ছিল। বাইরে থেকে কোন আঘাত কিংবা জখমের চিহ্ন দেখা যায়নি। মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। সঙ্গে ছেলে ছিল। চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। কারও কোন অভিযোগ নেই। তবে ক্যামেরাম্যানসহ সকলের ধারনা, ঘাঁড় মটকে গুরুতর আহত হয়ে মারা গেছেন বাবলু।
×