ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাহানেদের জন্য সৌরভের পাঁচ কোটি রুপি বোনাস

প্রকাশিত: ২৩:৩৮, ২০ জানুয়ারি ২০২১

রাহানেদের জন্য সৌরভের পাঁচ কোটি রুপি বোনাস

স্পোর্টস রিপোর্টার ॥ চার টেস্টের সিরিজে ২-১এ সাফল্যের পতাকা উড়িয়েছে ভারত। গ্রেট শচীন টেন্ডুলকর, স্যার ভিভ রিচার্ডস থেকে শুরু করে গুগলের সিইও সুন্দর পিচাই, এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ক্রিকেট দলকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক অধিনায়ক ও বর্তমান ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী উত্তরসূরিদের জন্য পাঁচ কোটি রুপী বোনাসের ঘোষণা দিয়েছেন, ‘অনবদ্য এই জয়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআই খেলোয়াড়দের ৫ কোটি রুপী বোনাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই জয়ের তাৎপর্য কোন সংখ্যা দিয়ে বোঝানো যাবে না।’ মোদি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটারদের সাফল্যে আমরা আনন্দিত। অভিনন্দন দলকে।’ শচীনের অনুভূতি, ‘প্রতিটা সেশনে আমরা নতুন হিরো খুঁজে পেয়েছি। যতবার মার খেয়েছি ততবার ঘুরে দাঁড়িয়েছি। এটি ইতিহাসের অন্যতম সেরা সাফল্য।’ সফরে ২-১এ ওয়ানডে হারলেও টি২০তে ২-১এ বদলা নেয় বিরাট কোহলির ভারত। ৩৬ রানে অলআউটের লজ্জায় ডোবা প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর দেশে ফেরেন অধিনায়ক। রাহানের নেতৃত্বে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তৃতীয় টেস্ট ড্র হয়। চতুর্থ ও শেষ টেস্টে তো ইতিহাস।
×