ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আর্সেনালের আরেকটি হতাশার রাত

প্রকাশিত: ২৩:১৬, ১৬ জানুয়ারি ২০২১

আর্সেনালের আরেকটি হতাশার রাত

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ঘরের মাঠে হোঁচট খেল আর্সেনাল। বৃহস্পতিবার তুলনামূলক খর্বশক্তির দল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মাইকেল আর্তেতার শিষ্যরা। এই ড্রয়ের পর নিজ দলের খেলোয়াড়দের ওপর ক্লান্তি ভর করেছে বলে মনে করছেন আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা। এ্যামিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বেশ কটি গোলের সুযোগ পায় সফরকারী দল ক্রিস্টাল প্যালেস। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তবে বিরতির পর আর্সেনালের খেলার ধার বাড়তে থাকে। এই সময় বেশকিছু গোলের সুযোগও তৈরি করে স্বাগতিক শিবির। কিন্তু কয়েকটি সুযোগ নষ্ট করায় প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার শীর্ষ অর্ধেকে পৌঁছানোর সুযোগ হাতছাড়া হয়ে যায় আর্সেনালের। ম্যাচশেষে তাই স্বাভাবিকভাবেই হতাশ গানারদের কোচ। এ প্রসঙ্গে মাইকেল আর্তেতা বলেন, ‘আমি একটি জয় চেয়েছিলাম। তবে আমাদের ওপর ক্লান্তি ভর করেছে। আমি অনুপ্রেরণায় কোন ঘাটতির কথা বলতে পারব না। তবে এটি যথেষ্ট ছিল না। নীচের সারির দলের বিপক্ষে আমরা বেশ কিছু পরিস্থিতির সৃষ্টি করেছি। কিন্তু ম্যাচের এক পর্যায়ে আমরা বেশি বেশি করে বল দূরে সরিয়ে দিয়েছি। আমরা অনেকগুলো ম্যাচ খেলছি। এতে আপনি ক্লান্তি খুঁজে পাবেন। অনেক খেলোয়াড় ম্যাচে সতেজ ছিল না। আমাদের খেলায় ঘাটতি ছিল। যে কারণে তাদের বিপক্ষে ম্যাচটা জিততে পারিনি।’ ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্র করার পর এই মুহূর্তে প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার ১১তম অবস্থানে রয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লীগের দলে খেলার উপযোগী শীর্ষ চারের শেষ দলের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।
×