ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন জাতীয় রেকর্ড সেনাবাহিনীর ঋতুর

প্রকাশিত: ২০:৩১, ১৫ জানুয়ারি ২০২১

নতুন জাতীয় রেকর্ড সেনাবাহিনীর ঋতুর

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনেই একটি নতুন রেকর্ড হয়েছে। শুক্রবার নারীদের হাইজাম্পে ১.৭০ মিটার উচ্চতায় লাফিয়ে নতুন রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর ঋতু আক্তার। এই ইভেন্টে ১.৬৮ মিটারে আগের রেকর্ডটি ছিল ২০১৯ সালে বাংলাদেশ জেলের উম্মে হাফসা রূমকীর। এবার রূমকীও হাইজাম্পে খেলেছেন। তিনি হন দ্বিতীয় (১.৬৮ মিটার)। সেনাবাহিনীর জান্নাতুল হন তৃতীয় (১.৬০ মিটার)। এর আগেও জুনিয়র মিটে খেলেছেন ঋতু। তখন রুপা জিতেছিলেন। এবার সিনিয়রে এসেই বাজিমাত করেছেন। এজন্য অবশ্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। বিকেএসপির কোচ ড. মেহেদী হাসানের কাছে বেশ কদিন অনুশীলন করেছেন ঋতু। প্রস্তুতির সময়ে টানা তিন দিন রেকর্ড মিটারে জাম্প করেছেন। ঋতুর কথায়, ‘টানা তিন দিন রেকর্ড মিটারে জাম্প করার পর কোচ আমাকে বললেন, এবার রেকর্ড হবে তোর। সত্যিই তাই হয়েছে। আমাকে অনেক সহযোগিতা করেছেন স্যার।প্রতিপক্ষ রূমকিকে নিয়ে ঋতুর বক্তব্য, আগের রেকর্ডটি ছিল রূমকির। এবারও ভালো জাম্প করেছেন তিনি। তাকে শ্রদ্ধা করি। তবে আমারই জিত হয়েছে। তাই খুব ভালো লাগছে। প্রথম দিনে ৩ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ৩ স্বর্ণ, ৪ রৌপ্য এবং ১ ব্রোঞ্জ নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ নৌবাহিনী। ১টি স্বর্ণপদক নিয়ে তিনে আছে বাংলাদেশ পুলিশ। সকালে চ্যাম্পিয়নশিপের প্রথম ইভেন্ট পুরুষদের ম্যারাথনে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ ফরিদ মিয়া। তিনি সময় নিয়েছেন ০২:৪৪:১৫ ঘন্টা। একই প্রতিষ্ঠানের কামরুল হাসান দ্বিতীয় হয়েছেন ০২:৪৮:৫৮ ঘন্টা সময় নিয়ে। তৃতীয় হয়েছেন একই প্রতিষ্ঠানের ফিরোজ আহমেদ খান। তিনি সময় নিয়েছেন ০২:৪৯:৩০ ঘন্টা। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রাকিবুল ইসলাম (৪:২০:৮০ মিনিট), দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কামরুল হাসান (৪:২১:৮০ মিনিট) এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর আবদুর রহিম (৪:২২:৫০ মিনিট)। নারীদের ১৫০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আক্তার (৫:০৭:৬০ মিনিট), দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস (৫:০৮:৩০ মিনিট) এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর পাপিয়া খাতুন (৫:১০:৫০ মিনিট)। পুরুষদের শটপুটে সেরা হয়েছেন বাংলাদেশ পুলিশের ইমতিয়াজ হোসেন (১৪.১৪ মিটার), দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইব্রাহিম (১৪.০৯ মিটার) এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গোলাম সারোয়ার (১৩.৭৫ মিটার)। শনিবার বিকেলে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫০ জন (পুরুষ ও মহিলা) অ্যাথলেট ও ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৩৬ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২ ও মহিলাদের ১৪টি ইভেন্ট।
×