ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বছরের আলোচিত ঘটনা

প্রকাশিত: ২২:৩৯, ১ জানুয়ারি ২০২১

বছরের আলোচিত ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ বছরজুড়েই ছিল করোনা, দুশ্চিন্তায় যেমন বছর কেটেছে ঠিক সেইভাবে পদ্মা সেতুর সব স্প্যান বসানো শেষ হওয়ার পাশাপাশি উৎপাদনে এসেছে দেশের সবচেয়ে বড় পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র। আলোচনা সমালোচনায় বছরজুড়েই যে ঘটনাগুলো ব্যাপক আলোচিত হয়েছে তাই পাঠককে পুনরায় স্মরণ করিয়ে দিতে আমাদের এই আয়োজন। মুজিব জন্মশতবার্ষিকী ॥ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্ব স্বাধীনতা এনে দিয়েছে, পৃথিবীর মানচিত্রে সৃষ্টি হয়েছে এক নতুন দেশ বাংলাদেশের। সেই মহান নেতার জন্মশতবার্ষিকীর আয়োজন ছিল বছরজুড়েই। বছরের ১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধনী আয়োজনে বিশ্বনেতারা বাংলাদেশে এসে এই মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত করোনার আঘাতে থমকে যায় সবকিছু। করোনা ॥ বছরজুড়ে সব থেকে আলোচিত ঘটনা কভিড-১৯ এর সংক্রমণ। বছরের শুরু থেকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ শুরু হলেও দেশে ৮ মার্চ প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। বিশ্বে মাত্র দেড় ভাগ মৃত্যুহার নিয়ে বছরজুড়ে সরকার করোনা সংক্রমণ ভালই সামলেছে। তবে বছর শেষে এসে করোনা ভ্যাকসিনের সংস্থান করে চমক দেখিয়েছে দেশের স্বাস্থ্য বিভাগ। নতুন বছরের শুরুতেই দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগে মহামারী থেকে বাংলাদেশ মুক্ত হবে এমন প্রত্যাশাই দিন গুনছে সারা জাতি। বঙ্গবন্ধুর খুনীর ফাঁসি ॥ বছরের ১২ এপ্রিল কলঙ্ক মোচনের দিকে আরও একধাপ এগিয়ে যায় দেশ। এদিন ১২টা ১ মিনিটে দিনের শুরুতেই ফাঁসি কার্যকর হয় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী মাজেদের। বহু বছর ভারতে আত্মগোপন করে থাকা মাজেদ পরিবারের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসার পর তাকে গ্রেফতার করে গোয়েন্দারা। ফাঁসির আগে মাজেদ বলে গেছে কিভাবে খুনীদের পরিবারকে দেশের বাইরে নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। মাজেদের এই বক্তব্য প্রমাণ করে খুনীদের সঙ্গে আঁতাত ছিল জিয়াউর রহমানের। পদ্মা সেতু, পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র চালু ॥ বছরের শেষ ভাগে এসে উন্নয়নের ধারায় দুই রঙিন পালক যুক্ত হয়েছে। গত ১০ ডিসেম্বর স্বপ্নের পদ্মা সেতুতে শেষ স্প্যান বসানো হয়েছে। ৪১তম এই স্প্যান বসানোর দিনটি দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বহুকাল। নিজস্ব অর্থায়নে এতবড় প্রকল্প এর আগে নির্মাণ হয়নি দেশে। পদ্মার এপার ওপার যুক্ত হওয়াতে বাংলাদেশকে নতুন করে চিনেছে সারাবিশ্ব। নারায়ণগঞ্জে গ্যাস দুর্ঘটনা ॥ গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায় করার সময় এক ভয়ঙ্কর গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। সবমিলিয়ে কয়েকদিনের ব্যবধানে ৩৩ জন মৃত্যুবরণ করেন। ভূতুড়ে বিদ্যুত বিল ॥ বছরের শুরুতে করোনা সংক্রমণ শুরুর পর গ্রাহকদের সুরক্ষার কথা চিন্তা করে সরকার ব্যাংকে গিয়ে বিল না দিয়ে এপ্রিল এবং মে মাসের মিল জুন মাসে দেয়ার ঘোষণা দেয়। কিন্তু বিদ্যুত বিতরণকারী সব কোম্পানি এপ্রিল এবং মে মাসে ভূতুড়ে বিদ্যুত বিল ধরিয়ে দেয়। সাহেদ, সাবরিনা কেলেঙ্কারি ॥ করোনার শুরুতে কোন বেসরকারী হাসপাতাল যখন চিকিৎসা সেবা দিতে রাজি হচ্ছিল না তখনই এগিয়ে আসে অখ্যাত রিজেন্ট হাসপাতাল। রাতারাতি বিখ্যাত হয়ে যায় সেখানের ব্যবস্থাপনা পরিচালক সাহেদ। কিন্তু ইতালি গিয়ে এক যাত্রীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ার পর বিশ্ব মিডিয়ায় এ নিয়ে তোলপাড় শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে। দেখা যায় মোটা অঙ্কের টাকা নিলেও পরীক্ষা না করেই রোগীদের করোনা নেগেটিভ পজিটিভ লিখে সার্টিফিকেট দিত এই সাহেদ। ভাসানচরে রোহিঙ্গা প্রেরণ ॥ রোহিঙ্গাদের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত বাসস্থান নিশ্চিত করা ছিল কঠিন চ্যালেঞ্জ। সরকার বিছিন্ন দ্বীপ ভাষানচরে একলাখ রোহিঙ্গার থাকার জন্য আধুনিক ব্যবস্থা করেছে। আন্তর্জাতিক নানা চাপ উপেক্ষা করে বছরের ৫ ডিসেম্বর রোহিঙ্গাদের প্রথম দল ভাষানচরে পৌঁছায়। সেখানে বাসস্থানের সকল সুবিধা দেখে দ্বিতীয় দলও এরমধ্যে ভাষানচর পৌঁছেছে। শতাব্দীর শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান ॥ ১৯ মে ভোররাত থেকে ২০ মে বিকেল পর্যন্ত ভারত এবং বাংলাদেশের এককাংশের ওপর তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় আম্পান। শতাব্দীর শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ভয়ঙ্কর ধ্বংসলীলা চালায়। করোনার মধ্যে অটোপাস ॥ বছরজুড়েই বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যে করোনার কারণে এইচএসসি এবং সমমানের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। এসএসসি এবং জেএসসি পরীক্ষার ভিত্তিতে ৭ অক্টোবর শিক্ষার্থীদের অটোপাসের সিদ্ধান্ত জানায় সরকার।
×