ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বক্সিং ডে টেস্টে ভারতের স্মরণীয় জয়

প্রকাশিত: ২৩:২৮, ৩০ ডিসেম্বর ২০২০

বক্সিং ডে টেস্টে ভারতের স্মরণীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কেবল ভারত নয়, আমি তো বলব টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা প্রত্যাবর্তন এটি’- বক্সিং ডে টেস্টে ৮ উইকেটের বড় জয়ের পর উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন ভারত কোচ রবি শাস্ত্রী। বাড়িয়ে বলেননি। এ্যাডিলেডে নিজেদের টেস্ট ইতিহাসে রেকর্ড সর্বনিম্ন ৩৬ রানে অলআউটের লজ্জায় ডোবার পর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গেছেন বিরাট কোহলি। দুই নতুন মুখ, সঙ্গে একাদশে চার-চারটি পরিবর্তন নিয়ে সাড়ে তিনদিনেই মেলবোর্নে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে সিরিজে ১-১তে সমতায় ফেরার অনুভূতিটা কেবল অজিঙ্কা রাহানেরাই ভাল বলতে পারবেন। অসিদের ১৯৫ ও ২০০ রানে গুঁড়িয়ে দেয়া ভারত প্রথম ইনিংসে করে ৩২৬ রান। মঙ্গলবার চতুর্থদিনে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৭০ রান তুলে নেয় সফরকারীরা। ১১২ রানের অনবদ্য ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানে। ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া বাকি ৪ উইকেট নিয়েই লড়াইয়ে ফেরার আপ্রাণ শেষ চেষ্টা করে। ১০৩.১ ওভার স্থায়ী ২০০ রানের ইনিংসে বাউন্ডারি মাত্র ১০টি। ১৯৮৬ সালের পর ঘরের মাঠে এটিই সবচেয়ে স্লথ ইনিংস। গোটা ম্যাচে অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যানের ফিফটি নেই। সর্বশেষ তাদের দুর্দশা হয়েছিল ১৯৮৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেলবোর্নেই। ছয় নম্বরে নেমে ৪৫ রান করে প্রতিরোধ গড়া ক্যামরন গ্রিনের উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সিরাজ। এরপর নাথান লায়ন লেয়নকে (৩) ফিরিয়ে গড়েছেন অনন্য রেকর্ড। প্রথম কোন ভারতীয় পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মটিতে অভিষেক টেস্টে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে শিকার ২। অবশ্য ৭০ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে চাপে পড়ে গিয়েছিল সফরকারীরা। দলীয় ষষ্ঠ ওভারেই ১৯ রানের মধ্যে সাজঘরে ফেরেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (৫) ও অভিজ্ঞ চেতেশ্বর পুজারা (৩)। নাহ, এবার আর ‘৩৬’-এর ভূতটাকে ফিরে আসতে দেননি রাহানে (২৭*)। অভিষিক্ত শুভমন গিলকে (৩৫*) নিয়ে দলকে স্মরণীয় এক জয় উপহার দেন অধিনায়ক। ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা জয়গুলোর একটি তো বটেই, টেস্ট ক্রিকেটের ইতিহাসেও ঘুরে দাঁড়ানোর গল্পগাথায় দারুণ সংযোজন এই ম্যাচ, ‘এ্যাডিলেডের কথা চিন্তা করে অযথা চাপ বাড়াতে চাইনি। আমদের মনে ছিল ফিরে আসার সংকল্প। ছিল সম্মিলিত প্রচেষ্টা। শুভমন গিল আর মোহাম্মদ সিরাজ অভিষেকেই দেখিয়েছে, বিশ্বমঞ্চে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ওরা। এই সাফল্যে সতীর্থদের সবাইকে নিয়ে গর্বিত আমি’ বলেন রাহানে। সিডনিতে ৭ জানুয়ারি শুরু বোর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ১৯৫/১০ (৭২.৩ ওভার; বার্নস ০, ওয়েড ৩০, লাবুশেন ৪৮, স্মিথ ০, হেড ৩৮, গ্রিন ১২, পেইন ১৩, কামিন্স ৯, স্টার্ক ৭, লেয়ন ২০, হ্যাজলউড ৪*; বুমরাহ ৪/৫৬, অশ্বিন ৩/৩৫, সিরাজ ২/৪০) ও দ্বিতীয় ইনিংস- ২০০/১০ (১০৩.১ ওভার; ওয়েড ৪০, বার্নস ৪, লাবুশেন ২৮, স্মিথ ৮, হেড ১৭, গ্রিন ৪৫, পেইন ১, কামিন্স ২২, স্টার্ক ১৪*, লেয়ন ৩, হ্যাজলউড ১০; বুমরাহ ২/৫৪, সিরাজ ৩/৩৭, অশ্বিন ২/৭১, জাদেজা ২/২৮)। ভারত প্রথম ইনিংস- ৩২৬/১০ (১১৫.১ ওভার; আগারওয়াল ০, গিল ৪৫, পুজারা ১৭, রাহানে ১১২, বিহারি ২১, পন্থ ২৯, জাদেজা ৫৭, অশ্বিন ১৪, যাদব ৯; স্টার্ক ৩/৭৮, কামিন্স ২/৮০, লেয়ন ৩/৭২) ও দ্বিতীয় ইনিংস- ৭০/২, লক্ষ্য ৭০ (১৫.৫ ওভার; আগারওয়াল ৩, গিল ৩৫*, পুজারা ৩, রাহানে ২৭*; স্টার্ক ১/২০, কামিন্স ১/২২)। ফল ॥ ভারত ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ অজিঙ্কা রাহানে (ভারত)। সিরিজ ॥ চার টেস্টের সিরিজ ১-১এ চলমান।
×