ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:৫৯, ২৯ ডিসেম্বর ২০২০

দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৯৩২ রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭৯ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ১০ হাজার ৮০ জনে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৭ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১৭টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক ৩৯ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। সোমবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৩ পুরুষ এবং ৪ নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৮, চট্টগ্রামে ৭, খুলনা বিভাগে ১, রংপুর বিভাগে ১ রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১০৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৬১৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৩৪১ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৮৪ হাজার ৩৫৬ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৯৫ হাজার ৯৭০ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৬১৬ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫৪০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ১৯৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৬ লাখ ২ হাজার ১৪৯ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৮ হাজার ৯৫২ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ ডিসেম্বর পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ৯৯ জন, যা মোট মৃতের ৫৪ দশমিক ৮১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৩৯৬ জন, যা মোট মৃতের ১৮ দশমিক ৬৭ শতাংশ, রাজশাহী বিভাগে ৪৩১ জন, যা মোট মৃতের ৫.৭৬ শতাংশ, খুলনা বিভাগে ৫২৬ জন, যা মোট মৃতের ৭ দশমিক ০৩ শতাংশ, বরিশাল বিভাগে ২৩৬ জন, যা মোট মৃতের ৩ দশমিক ১৬ শতাংশ, সিলেট বিভাগে ২৯০ জন, যা মোট মৃতের ৩ দশমিক ৮৮ শতাংশ, রংপুর বিভাগে ৩৩৭ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৫১ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১৬৪ জন, যা মোট মৃতের ২ দশমিক ১৯ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৮ ডিসেম্বর পর্যন্ত করোনায় যারা মারা গেছেন, তাদের বয়স বিশ্লেষণে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ৩৪ জন, যা মোট মৃত্যুর শূন্য ৪৫ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫৭ জন, যা শূন্য ৭৬ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৫৯ জন, যা ২ দশমিক ১৩ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৭৫ জন, যা ৫ দশমিক ০১ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮৭৮ জন, যা ১১ দশমিক ৭৪ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ হাজার ৯শ’ জন, যা ২৫ দশমিক ৪০ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী ৪ হাজার ৭৬ জন, যা ৫৪ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮২৪, চট্টগ্রামে ২৫৪, রাজশাহীতে ৫০, খুলনায় ১০৬, রংপুরে ৫৫, সিলেটে ২৮ এবং ময়মনসিংহে ২৪, বরিশালে ১৬ জন সুস্থ হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ১০ হাজার ৫২৫টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩৬৪ জন এবং খালি রয়েছে ৮ হাজার ১৬১টি শয্যা। দেশে মোট আইসিইউ শয্যা রয়েছে ৫৮২টি, ভর্তিকৃত রোগী ২৯২ জন এবং খালি রয়েছে ২৯০টি আইসিইউ শয্যা। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১৩ হাজার ৫১৬টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৬৭৮টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৬৩৯টি।
×