ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারামুক্ত হয়ে পাকিস্তান থেকে ফিরছেন ৩৭ বাংলাদেশী

প্রকাশিত: ২৩:১৫, ২৪ ডিসেম্বর ২০২০

কারামুক্ত হয়ে পাকিস্তান থেকে ফিরছেন ৩৭ বাংলাদেশী

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের দুই কারাগার থেকে মুক্ত হয়ে সরকারী ব্যবস্থাপনায় দেশে ফিরছেন ৩৭ জন বাংলাদেশী। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই ৩৭ জনের মধ্যে ২৯ জন বুধবার রাতে এবং ৮ জন বৃহস্পতিবার ফেরার কথা। বিভিন্ন সময়ে আটক হয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির এবং করাচী কারাগারে ছিলেন এই বাংলাদেশীরা। খবর বিডিনিউজের। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালির কারাগার থেকে মুক্ত আটজন বৈধভাবে ওমানের একটি ফিশিং বোটে কর্মরত ছিলেন। ২০১৯ সালের মে মাসে ওমান সংলগ্ন আরব সাগরে মাছ ধরার সময় তাদের ফিশিং বোট স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়লে সে দেশের কোস্টগার্ড তাদের আটক করে। ওই আটজন বৃহস্পতিবার সরকারের ব্যবস্থাপনায় দেশে ফিরবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ‘সরাসরি তত্ত্বাবধান’ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
×