ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপহৃত শিশু হত্যা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে খালাসের রায় ৮ সপ্তাহ স্থগিত

প্রকাশিত: ২২:৪৫, ২৪ ডিসেম্বর ২০২০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে খালাসের রায় ৮ সপ্তাহ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজারে অপহরণের পর শিশু হৃদয় হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে হাইকোর্টের দেয়া খালাসের রায় ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। এর ফলে ওই তিন আসামি আপাতত কনডেম সেল থেকে বের হতে পারছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। অন্যদিকে ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার জজ আদালত। এর ফলে, হাইকোর্টের দেয়া আদেশ বহাল রয়েছে বলে জানান আইনজীবী। বুধবার আপীল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেয়। এদিকে পরিবেশ অধিদফতরের লোকবল বাড়াতে সাত সচিবকে আইনী নোটিস দিয়েছে সুপ্রীমকোর্টের এক আইনজীবী। প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিতই থাকছে ॥ ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর ‘নো অর্ডার’ দিয়েছে চেম্বার জজ আদালত। এর ফলে, হাইকোর্টের দেয়া আদেশ বহাল রয়েছে বলে জানান আইনজীবী। পরিবেশ অধিদফতরের লোকবল বাড়াতে সাত সচিবকে আইনী নোটিস ॥ পরিবেশ অধিদফতরের দক্ষতা বাড়াতে অধিক সংখ্যক লোকবল নিয়োগ এবং শাখা অফিস স্থাপনের দাবিতে রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিবসহ সংশ্লিষ্ট সাত সচিবকে লিগ্যাল (আইনী) নোটিস পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির সচিব ও প্রধানমন্ত্রীর সচিব ছাড়া অন্যরা হলেন, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় সচিব এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে এই নোটিসে বিবাদী করা হয়েছে।
×