ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানের লন্ডন ফ্লাইট আপাতত চলবে

প্রকাশিত: ২২:৩৩, ২৪ ডিসেম্বর ২০২০

বিমানের লন্ডন ফ্লাইট আপাতত চলবে

স্টাফ রিপোর্টার ॥ নতুন ভাইরাস আতঙ্কে গোটা ইউরোপ যুক্তরাজ্যে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করলেও বিমান বাংলাদেশের ফ্লাইট চলবে আপাতত। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই বিমানের ঢাকা লন্ডন ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। বুধবার প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ যাত্রী টার্মিনালের বর্ধিতাংশ, আন্তর্জাতিক বহির্গমন হলে বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের জন্য স্থাপিত কর্নার এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৈয়দপুর বিমানবন্দরের নবনির্মিত যাত্রী লাউঞ্জ উদ্বোধন করেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি বিমানবন্দর উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রতিটি বিমানবন্দরে উন্নয়নমূলক কাজের সূচনা হয়েছে। ইতোমধ্যে কিছু বিমানবন্দরের উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, দেশে এসে বিদেশীরা যেন বিমানবন্দর থেকেই উন্নত বাংলাদেশের ছোঁয়া পান। সেই লক্ষ্যে সারাদেশের ৮টি বিমানবন্দরের উন্নয়ন কাজ একসঙ্গে চলছে। যা দেশের ইতিহাসে বিরল। তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের ১০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ কাজ শেষ করে প্রথম ও দ্বিতীয় বিমানবন্দরও উন্নয়ন করা হবে। এছাড়া সারাদেশের মধ্যে সিলেটে রানওয়ে বৃদ্ধি ও হিথ্রোতে একটি আন্তর্জাতিক ফ্লাইট সংযোজন করা হয়েছে। কক্সবাজার রানওয়ে বাড়িয়ে টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। সৈয়দপুরে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। চট্টগ্রাম বিমানবন্দরে উন্নয়ন হচ্ছে। প্রতিটি বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান। প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলাদেশ থেকে সর্বাধুনিক বিমান চলাচল করছে। এ মাসেও আরও একটি অত্যাধুনিক বিমান বহরে সংযুক্ত হবে। জানুয়ারিতে আরও দুটি আন্তর্জাতিক মানের বিমান আসবে। আপাতত যুক্তরাজ্যের সঙ্গে সকল ফ্লাইট চলবে। তবে সেখান থেকে আসা যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশে ঢুকতে দেয়া হবে। বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাজ্য হয়ে বাংলাদেশে আসছেন, তাদের তথ্য আমরা সংগ্রহে রাখছি। প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের সেবার মানোন্নয়নের মাধ্যমে যাত্রীদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি। বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধি ও উন্নয়নের বিরুদ্ধে যে-ই কাজ করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দেশের সব বিমানবন্দর হতে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা অনুসারে দেশের সব বিমানবন্দর হতে ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেট করার জন্য কাজ চলছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে কক্সবাজার বিমানবন্দর হতে রাত-দিন ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেট করা হবে। এরপর ক্রমান্বয়ে দেশের অন্যসব বিমানবন্দর হতেও এ কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানে সিনিয়র সচিব মহিবুল হক জানান, আগামী মাসেই বহুল প্রতিক্ষিত রাডার বসানোর কাজ শুরু করা হবে। ফ্রান্সের সঙ্গে ইতোমধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে আগামী মাসেই যেকোন মূল্যে ওয়ার্ক অর্ডার দেয়া হবে। বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান জানান, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে আলাদা কাউন্টারে সেবা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন ভাইরাস আতঙ্ক ছড়ানোর পর বেবিচকও আগের তুলনায় আরও জোরদার করেছে স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থাপনা। এতে কোন ধরনের গাফিলতি করার সুযোগ নেই।
×