ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কিভাবে করোনার প্রভাব কাটাবেন

প্রকাশিত: ২২:১৯, ২১ ডিসেম্বর ২০২০

কিভাবে করোনার প্রভাব কাটাবেন

* মোনাস ভার্সিটির করোনার প্রারম্ভে যে গবেষণা করেছিল ivermactin এর উপর, তা আমাদের কাছে অত্যন্ত প্র্যাকটিক্যাল মনে হয়। * পরে বাংলাদেশেও observation- আইভারম্যাকটিন (ইভেরা, প্যারাকিল) এবং ডক্সিসাইক্লিন দিয়ে করোনাকে সহজভাবে মোকাবেলা করতে পেরেছি। * প্রথম ৩-৪ দিনের মধ্যে করোনা রোগীকে আইভারম্যাকটিন ও ডক্সিসাইক্লিন দিয়ে দেখা গেছে তারা অতিসত্বর করোনার অতি রোগের প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়। * প্রথম সপ্তাহে যদি আইভেরা ও ডক্সিসাইক্লিন দেয়া যায় তাহলে অতিসত্বর তা নেগেটিভ হয়ে যায়। * সুতরাং আমরা প্রথমে - tab ivera 6 mg 0 + 0 + 2 on ist day,0 + 0 + 2 on 3 rd day, Cap Doxin 100 mg 1+ 0 +1 for 7 days, Tab Napa 2 + 2 + 2 if fever Tab Rivarox 10 mg for 1 month- দিয়ে দেব। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×