ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সাফারি পার্ক, জেব্রা দম্পতির কাছে নতুন অতিথি

প্রকাশিত: ২২:১২, ২১ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু সাফারি পার্ক, জেব্রা দম্পতির কাছে নতুন অতিথি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে জেব্রা দম্পতির কাছে এসেছে নতুন অতিথি। নতুন অতিথিসহ বর্তমানে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল চার। এই নতুন অতিথি এসেছে চকরিয়া প্রতিষ্ঠিত সকলের কাছে পরিচিত বঙ্গবন্ধু সাফারি পার্কে সুমন-সুমানার কাছে। পার্কের বেষ্টনীতে চম্পা নামে (চিহ্নিত) সুমনের দ্বিতীয় ঘরণী আরও একজন আছে। চম্পা এখনও শাবক বিহীন। তার পেটে আসেনি কোন অতিথি। শনিবার ভোরে পার্কের বেষ্টনীতে সুমন-সুমানা জন্ম দিয়েছে একটি পুরুষ (শাবক)। প্রথমবারের মতো ডুলাহাজারা সাফারি পার্কে জেব্রার পরিবারের শাবক জন্ম দেয়ার ঘটনা ঘটল। বিজয়ের এই মাসে নতুন অতিথি জন্ম হওয়ায় তার নাম দেয়া হয়েছে বিজয়ের চমক। জানা গেছে, নতুন শাবকের আগমনে জেব্রা পরিবার ও পার্ক কর্তৃপক্ষের মধ্যে আনন্দ বিরাজ করছে। জন্মের কিছু সময় পর থেকেই মা জেব্রা ও শাবকটিকে বেষ্টনীতে বিচরণ করতে দেখা গেছে। ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। অন্য জেব্রার সঙ্গে বেষ্টনীর বিভিন্ন অংশ ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাদ্য ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি দেয়া হচ্ছে। মা জেব্রা সুমনা ও নতুন অতিথি ওই শাবককে নিবিড় পরিচর্যা করা হচ্ছে বলে জানালেন সাফারি পার্কের নিরাপত্তাকর্মী রাজিব কান্তি দে। অন্তত একঘণ্টা পরপর মা ও শাবককে বেষ্টনীতে গিয়ে দেখাশুনা করা হচ্ছে। যাতে তাদের কোন ধরনের সমস্যা হচ্ছে কী সেই বিষয়টিও নজরে রাখা হচ্ছে। জেব্রার পরিবারে জন্ম নেয়া নতুন অতিথি পুরুষ শাবক। ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা আবু নাসের মোঃ ইয়াছিন নেওয়াজ বলেন, শনিবার সকালে খবর আসে পার্কে জেব্রা দম্পতি সুমন-সুমনার নতুন অতিথি এসেছে। মা ও শাবক ভাল আছে। নতুন শাবকের পদচারণা পার্কে দর্শনার্থীদের আরও আনন্দ জোগাবে। বিজয়ের এই মাসে নতুন অতিথি জন্ম হওয়ায় তার নাম দেয়া হয়েছে ‘বিজয়ের চমক।’
×