ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সহস্রাধিক চালককে রাত কাটাতে হলো গাড়িতে

প্রকাশিত: ২২:৪৮, ১৯ ডিসেম্বর ২০২০

সহস্রাধিক চালককে রাত কাটাতে হলো গাড়িতে

জনকণ্ঠ ডেস্ক ॥ জাপানের একটি অংশে রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে বৃহস্পতিবার একটি সড়কে গাড়ির মধ্যেই রাত কাটাতে বাধ্য হয়েছেন এক হাজারের বেশি চালক। জাপান সাগরের উপকূল দিয়ে যাওয়া টোকিও এবং নিগাতা শহরকে সংযোগ করা সড়কটিতে বুধবার রাতে প্রথমে অল্প কয়েক গাড়িচালক আটকা পড়েন। তবে তুষারপাতের পরিমাণ বাড়তে থাকায় বৃহস্পতিবার আটকেপড়া গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। একটা সময়ে আটকেপড়া গাড়ির সারি প্রায় দশ মাইল দীর্ঘ হয়ে পড়ে। খবর গার্ডিয়ানের। গাড়িতে রাত কাটাতে বাধ্য হওয়া চালকদের খাবার, কম্বল এবং জ্বালানি তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে দেশটির সেলফ-ডিফেন্স বাহিনী। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ওই অঞ্চলে ভারি তুষারপাত অব্যাহত থাকতে পারে। চালকদের তুষার ঢাকা সড়ক ও হিমবাহের বিষয়েও সতর্ক করে দিয়েছে তারা। ভারি তুষারপাতের কারণে জাপানের মধ্য ও উত্তরাঞ্চলীয় উপকূলের প্রায় দশ হাজার বাড়ি বিদ্যুতহীন হয়ে পড়ে। এই ঘটনার জেরে জরুরী বৈঠকে বসেছে দেশটির সরকার।
×