ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো, মেসিকে টপকে ফিফা বর্ষসেরা লেভানডোস্কি

প্রকাশিত: ০২:১৬, ১৮ ডিসেম্বর ২০২০

রোনাল্ডো, মেসিকে টপকে ফিফা বর্ষসেরা লেভানডোস্কি

জাহিদুল আলম জয় ॥ অবশেষে স্বপ্নপূরণ হলো রবার্ট লেভানডোস্কির। সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ড ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতে নিয়েছেন মর্যাদার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। বৃহস্পতিবার রাতে ২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হিসেবে জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখের পোলিশ তারকা লেভানডোস্কির নাম ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখে অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘোষণা করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম। মহামারী করোনাভাইরাসের কারণে এবার ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘দ্য বেস্ট’ ফিফা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রখ্যাত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও হল্যান্ডের কিংবদন্তি ফুটবল তারকা রুড গুলিত। ফিফার সদস্যভুক্ত সব জাতীয় দলের কোচ, অধিনায়ক ও নির্বাচিত সাংবাদিকদের ভোটে বেছে নেয়া হয়েছে ফিফা বর্ষসেরা ফুটবলার। পুরুষ ফুটবলারের বর্ষসেরার লড়াইয়ে লেভানডোস্কির সঙ্গে ছিলেন সময়ের অন্যতম দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। এই দুই মহাতারকাকে পেছনে ফেলে এবার বাজিমাত করেছেন লেভা। গত মৌসুমে বেয়ার্ন মিউনিখের ঐতিহাসিক ট্রেবল জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন পোলিশ তারকা। জার্মান জায়ান্টরা যে দুর্বার হয়ে উঠেছিল, তার মূলে ছিল লেভার অসাধারণ ধারাবাহিক পারফর্মেন্স। অপরাজিত থেকে বাভারিয়ানদের চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পথে আসরের সর্বোচ্চ ১৫ গোল করেন তিনি। আর বুন্দেস লিগায় করেন ৩৪ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে বেয়ার্নের হয়ে ২০১৯-২০ মৌসুমে ৫৫ গোল করা লেভানডোস্কি এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও সবার চেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৌসুমের অনেকটা সময় ভেস্তে যাওয়ার পর পুরস্কারটির ৬৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এ বছর না দেয়ার সিদ্ধান্ত জানায় ‘ফ্রান্স ফুটবল।’ তবে গত অক্টোবরে ঠিকই ২০২০ সালের ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন লেভানডোস্কি। রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি গত মৌসুমে দলগতভাবে তেমন কিছুই জিততে পারেননি। দলের হয়ে কিছু না জিততে পারলেও ব্যক্তিগত পারফর্মেন্সে বেশ কিছু প্রাপ্তি ছিল আর্জেন্টাইন তারকার। স্প্যানিশ লা লিগায় ৩৩ ম্যাচ খেলে ২৫ গোল করে জিতে নেন রেকর্ড সপ্তম পিচিচি ট্রফি। কিন্তু ফিফা সেরা হওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। অনেকের দৃষ্টিতে মেসির এবার সেরা তিনে থাকাটাই প্রাপ্য ছিল না! অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে গত মৌসুমে জয় করেন শুধু ইতালিয়ান সিরি এ লীগের শিরোপা। কিন্তু এতে তাকে কৃতিত্ব দেয়া যাবে না খুব একটা! কারণ সি আর সেভেন তুরিনে যোগ দেয়ার অর্ধযুগ আগ থেকে সিরি এ’র ট্রফি জুভেন্টাসেরই সম্পত্তি। ক্লাবের টানা নবম লীগ জয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ গোল করলেও রোনাল্ডো সেরা হতে পারেননি। লীগের সেরা খেলোয়াড় হয়েছিলেন পাওলো দিবালা। যে কারণে এবারও ফিফা সেরার ট্রফি উদ্ধার করার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল রোনাল্ডোর। ২০১৯ সালে রেকর্ড সর্বোচ্চ ছয়বার ফিফা সেরা হলেছিলেন মেসি। ২০১৬ সালে নতুনভাবে ফিফার সেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ চালু হওয়ার পর যা মেসির প্রথম অর্জন। ২০১৬ ও ২০১৭ সালে এই পুরস্কার জয় করেন রোনাল্ডো। ২০১৮ সালে এ দুজনকে টপকে পুরস্কার জয় করেছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ।
×