ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে বঙ্গবন্ধু এভিয়েশন এ্যান্ড এ্যারোস্পেস ভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস হচ্ছে

প্রকাশিত: ২৩:১৫, ১৮ ডিসেম্বর ২০২০

লালমনিরহাটে বঙ্গবন্ধু এভিয়েশন এ্যান্ড এ্যারোস্পেস ভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৭ ডিসেম্বর ॥ লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এ্যান্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এই ভিত্তিপ্রস্তরের মধ্য দিয়ে জেলাবাসীকে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের উপহারের বাস্তবায়ন হয়েছে। নতুন প্রজন্ম প্রধানমন্ত্রীর এই উপহারে দারুণ খুশি। এই বিশ্ববিদ্যারয়ের কারণে লালমনিরহাট জেলা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করবে। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর উপজেলার টিটিসি কলেজ সংলগ্ন হাড়িভাঙা বিমান বাহিনীর লারমনিরহাট ইউনিট অফিস সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এ্যান্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভিসি এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হকসহ বিমানবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর আগে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের কোম্পানি সচিব গ্রুপ ক্যাপ্টেন (অব) জোবায়েদের সঞ্চালনায় বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের প্রধান নির্বাহী এয়ার কমোডর ফখরুদ্দিন ভৌত অবকাঠামো নির্মাণের লেআউট প্লান উপস্থিত গণমাধ্যমকর্মী ও প্রশাসনকে অবহিত করেন। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফুর, পুলিশ সুপার আবিদা সুলতানা, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ প্রধান, বিমান বাহিনীর লালমনিরহাট রক্ষণাবেক্ষণ ইউনিটের অধিনায়ক ইউং কমান্ডার মোঃ খায়রুল মামুন ও লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক সাংসদ সফুরা বেগম রুমী প্রমুখ। বিমান বাহিনীর প্রধান ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ্যাভিয়েশন এ্যান্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের এ্যাভিয়েশন এবং এ্যারোস্পেস সম্পর্কিত প্রথম এবং একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দক্ষ বৈমানিক, বিমান প্রকৌশলী, বেসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে সব স্তরের দক্ষ জনবল, বিমান তৈরি ও রক্ষণাবেক্ষণের সব স্তর, মহাকাশ সম্পর্কিত সব স্তরের উচ্চ শিক্ষা এবং সর্বোপরি এসব ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদানে এই বিশ্ববিদ্যালয় দক্ষ জনশক্তি উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
×