ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসসিসির উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ২৩:২৬, ১৫ ডিসেম্বর ২০২০

ডিএসসিসির উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেটে পঞ্চম দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিন আরও অন্তত দশটি অবৈধ পাকা স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। সোমবার দুপুর বারোটার দিকে অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন। ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, সিটি কর্পোরেশন মালিকানাধীন এই মার্কেটে ৯১১টি নক্সাবহির্ভূত অবৈধ দোকান ছিল। দোকানগুলো মার্কেটের সিঁড়ি, হাঁটাচলার পথ, টয়লেট, লিফটের জায়গা ও ফুটপাথে করা হয়েছিল। ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মার্কেটের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার কড়া নির্দেশনা জারি করেন।
×