ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শীতের সঙ্গে হাসপাতালে বাড়ছে রোগী

প্রকাশিত: ২২:২৭, ১৪ ডিসেম্বর ২০২০

শীতের সঙ্গে হাসপাতালে বাড়ছে রোগী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঋতু পরিবর্তন ও শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বরিশালে বেড়েছে ডায়রিয়া ও শীতজনিত রোগের প্রাদুর্ভাব। শীতজনিত রোগ নিয়ে প্রতিদিন আগের তুলনায় প্রায় ৩-৪ গুণ বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। যাদের মধ্যে বৃদ্ধ ও শিশুর সংখ্যাই বেশি। হঠাৎ করে রোগী বৃদ্ধির কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। রবিবার সকালে বরিশাল সদর হাসপাতালের রোগী ভর্তি রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, আগে যেখানে প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গড়ে ৮-১০ রোগী ভর্তি হতো, সেখানে গত চারদিন থেকে তা বেড়ে ২০-২৫ জনে দাঁড়িয়েছে। অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলছে। এ ওয়ার্ডে গত চারদিন থেকে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন শিশু নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। এরমধ্যে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়া আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানান, শীত আসার সঙ্গে সঙ্গেই ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এ কারণেই এসব রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে চলেছে।
×