ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২২:১৫, ১৪ ডিসেম্বর ২০২০

৬ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র্যা বের ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে নগরীর সোবহানীঘাটের এ হাসপাতালটিতে অভিযান চালায় র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ৯ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার, রোগীদের কাছ হতে অতিরিক্ত বিল আদায় ও ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিচালনায় নানা অনিয়মসহ বিভিন্ন অপরাধের দায়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আখতারুজ্জামান জানান অত্যন্ত খারাপ অবস্থায় বিদ্যমান সিলেট মা ও শিশু হাসপাতাল। অপারেশন কক্ষ থেকে শুরু করে হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নোংরা পরিবেশ দেখা যায়। সেই সঙ্গে অপারেশন কক্ষের চিত্র এতটাই খারাপ তা কল্পনা করা যায় না।
×