ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল

প্রকাশিত: ২৩:৩৭, ১১ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল

স্পোর্টস রিপোর্টার ॥ ১২ দল নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিজয় দিবস পুরুষ ও নারী ভলিবল প্রতিযোগিতা। যার মধ্যে পুরুষদের নয়টি ও নারীদের তিনটি দল রয়েছে। এই প্রথমবারের মতো বিজয় দিবস ভলিবলে অংশ নিচ্ছেন নারীরা। পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ছয় দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। ১৭ ডিসেম্বর বিজয়ীদের পুরস্কার দেবেন তথ্য সচিব খাজা মিয়া। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। পুরুষ বিভাগে অংশ নেয়া দলগুলো হলো- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিমান বাহিনী, আনসার, নৌবাহিনী, তিতাস ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনাবাহিনী, পুলিশ ও জেল। নারী বিভাগে অংশ নেয়া তিনটি দল হলো বাংলাদেশ আনসার, পুলিশ ও জামালপুর জেলা।
×