ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ফুটবল দলকে বাঁচাতে কাতোর আবেদন

প্রকাশিত: ২৩:৩৬, ১১ ডিসেম্বর ২০২০

মুক্তিযোদ্ধা ফুটবল দলকে বাঁচাতে কাতোর আবেদন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২২ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে নতুন ফুটবল মৌসুম। অথচ আর্থিক সঙ্কটের কারণে এই আসরে খেলতে না পারার সংশয়ে আছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এ নিয়ে দলের খেলোয়াড়রা মহা চিন্তায় আছেন। কারণ বাফুফের নিয়মে এবার ফুটবলারদের খেলতে হবে পুরনো ক্লাবে। মুক্তিযোদ্ধা দল গঠন না করলে খেলোয়াড়রা খেলবেন কোথায়? ক্লাবটির অফিসিয়ালরা চেষ্টা করে যাচ্ছেন সমস্যা সমাধানের। বাফুফেও মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করে দলটিকে খেলানোর চেষ্টা করছে। ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে বাঁচাতে নিজের ফেসবুকে আকুল অবেদন জানিয়েছেন দলের জাপানী ফুটলার ইউসুকে কাতো। দুই মৌসুম আগে মুক্তিযোদ্ধায় যোগ দেন। সর্বশেষ (পরিত্যক্ত) মৌসুমে খেলেছিলেন শেখ জামাল ধানমণ্ডিতে। ফেসবুকে কাতো লিখেছেন, ‘আমি তৃতীয়বারের মতো বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলার অপেক্ষায় আছি। মুক্তিযোদ্ধা সংসদ দলটির সঙ্গে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নাম জড়িত। ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করেছেন। মুক্তিযোদ্ধার সময় ফুটবলাররা খেলে অর্থ সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের টাকা প্রদান করেছেন, খাবারের যোগান দিয়েছেন। সেই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আর্থিক সঙ্কটে পড়েছে। টিম ম্যানেজারও স্পন্সর সংগ্রহের জন্য প্রাণান্ত চেষ্টা করছেন। এই ঐতিহাসিক দলকে ভালবাসা উচিত। এবার দলের অধিনায়ক হিসেবে কিছু করতে চাই। তাই আমিও দলের জন্য স্পন্সর খুঁজছি। দলটির টিকে থাকার জন্য টাকার প্রয়োজন। আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? পারলে ১৫ তারিখের মধ্যে ৫০ হাজার ডলারের ব্যবস্থা করুন। তাহলে খেলোয়াড়দের বেতনের কিছু টাকা দিতে পারব। তাহলে স্বস্তি পাব। আপনারা সাহায্য করলে আপনার কোম্পানির নাম জার্সিতে দেয়া হবে। এই করোনার সময় মানুষ কষ্ট করছে; কিন্তু আমি মনে করি, এ সময়ে আমরা গভীর সম্পর্ক তৈরি করতে পারি। সরাসরি দেখা করে কথা বলতে পারি। পারলে সত্যিই খুশি হতাম।’
×