ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধর্ম ব্যবসায়ীরা নারীকে মানুষের মর্যাদা প্রদানে বাধা দিচ্ছে ॥ জাসদ

প্রকাশিত: ২৩:৩০, ১০ ডিসেম্বর ২০২০

ধর্ম ব্যবসায়ীরা নারীকে মানুষের মর্যাদা প্রদানে বাধা দিচ্ছে ॥ জাসদ

স্টাফ রিপোর্টার ॥ ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনৈতিক মোল্লা, ধর্ম ব্যবসায়ী, ফতোয়াবাজরা এখনও নারীকে মানুষ হিসেবে মর্যাদা প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে চলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, রাজনৈতিক মোল্লা, ধর্ম ব্যবসায়ী, ফতোয়াবাজদের রুখে দাঁড়ানোর বিকল্প নেই। সময় এখনই। যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ গড়তে হবে। যেন ভবিষ্যতে এই অপশক্তি আর মাথাচড়া দিয়ে না উঠতে পারে। বুধবার বেগম রোকেয়া দিবসে জাসদ নারী জোট, যুব জোটের শ্রদ্ধা নিবেদনের সময় দলটির শীর্ষ নেতারা এসব কথা বলেন। তারা বলেন, নানা কায়দায় নিজেদের মনের ইচ্ছাকে প্রকাশ করছে সাম্প্রদায়িক গোষ্ঠী। এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক চেতনার মানুষ ঘরে বসে থাকতে পারে না। কখনই পারেনি। ভবিষ্যতেও পারবে না। তাই যার যার জায়গা থেকে ইতোমধ্যে প্রতিবাদ চলছে দেশজুড়ে। ভাস্কর্য ও দেশের ইতিহাস সংস্কৃতির বিরোধিতা করে হেফাজত একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চায় মন্তব্য করে দলটির নেতারা বলছেন, তাদের উদ্দেশ্য কোনভাবেই সফল হতে দেয়া যাবে না। তারা এখন পাকিস্তানের হয়ে বাংলাদেশবিরোধী তৎপরতায় লিপ্ত। এই প্রেক্ষাপটে অপশক্তিকে মোকাবেলার জন্য রাজনৈতিক শক্তির জাগরণ অনিবার্য বলেও মনে করেন ১৪ দলের শরিক জাসদ নেতারা। নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে মাল্যদান করেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহসভাপতি ও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, সহসভাপতি উম্মে হাসান ঝলমল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ ও জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামসুল ইসলাম সুমন।
×