ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০ বীর মুক্তিযোদ্ধা ও কৃতী খেলোয়াড়কে সম্মাননা

প্রকাশিত: ০০:০০, ৯ ডিসেম্বর ২০২০

২০ বীর মুক্তিযোদ্ধা ও কৃতী খেলোয়াড়কে সম্মাননা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে পি কে ইউনিয়ন ক্লাবের সদস্য ২০ বীর মুক্তিযোদ্ধা ও কৃতী খেলোয়াড়-কর্মকর্তাদের সম্মাননা প্রদান এবং সাজেক্রিসের নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার অনুষ্ঠানে ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুদ্দোহা খান কাজল, শহীদ নাজমুল আরেফিন খোকন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম এরশাদ হোসেন খান হাবলু, মরহুম এএফএম এন্তাজ আলি, ডা. রাশীদ রেজা খান, মরহুম মোস্তাফিজুর রহমান, দৈনিক জনকণ্ঠের প্রধান বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম খান, বদরুল ইসলাম খান, আব্দুল মুহিদ খান দুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার, মাসুদ মাহমুদ খান চৌধুরীসহ ২০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ রাশীদ রেজা খান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, সিআইডি পুলিশ সুপার আনিচুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, পি কে ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু উপস্থিত ছিলেন। পি কে ইউনিয়ন ক্লাবের সভাপতি ও সাজেক্রিসের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক।
×