ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১০

প্রকাশিত: ২৩:৩১, ৮ ডিসেম্বর ২০২০

না’গঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন সময় পুলিশ ও তিতাসের কর্মচারী-কর্মকর্তার ওপর গ্রামবাসীর হামলা ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তিতাস গ্যাস টিএ্যান্ডডি কোম্পানি লিঃ সোনারগাঁও জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মিজবাহ-উর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- সাইফুল ইসলাম, শহিদুল্লাহ, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, মাহফুজ, সাইফুল মোল্লা, আরিফ, সাকিব, ফাহিম ইসলাম আকাশ ও জাকারিয়া। উল্লেখ্য, আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে রবিবার আড়াইহাজার উপজেলার ঝাউগড়া উত্তরপাড়া এলাকায় তিতাসের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে গেলে গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে পুলিশ ও তিতাসের লোকজনের ওপর হামলা চালায়।
×