ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফিকে নেতৃত্ব দিতে চায় রাজশাহী

প্রকাশিত: ২৩:৪৫, ৬ ডিসেম্বর ২০২০

মাশরাফিকে নেতৃত্ব দিতে চায় রাজশাহী

স্পোর্টস রিপোর্টার ॥ চারদিন আগে প্রায় ৯ মাস পর বোলিং অনুশীলন করেছেন মাশরাফি বিন মর্তুজা। এরপর থেকে চলমান বঙ্গবন্ধু টি২০ কাপে তিনি কোন দলে খেলবেন তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তাকে দলে নিতে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। এবার মিনিস্টার গ্রুপ রাজশাহী থেকেও আনুষ্ঠানিকভাবে মাশরাফিকে পেতে আগ্রহ প্রকাশ করেছেন ম্যানেজার হান্নান সরকার। এমনকি মাশরাফিকে দলে নিয়ে অধিনায়ক করার কথাও ভাবছে তারা। তাকে অধিনায়ক করার বিষয়ে হান্নান বলেন, ‘এখানে বড় বিষয় হচ্ছে মাশরাফি কি চাচ্ছে। কারণ মাশরাফি এমন একজন খেলোয়াড়, এমন একজন অধিনায়ক তার সঙ্গে আলোচনা না করে আমরা কোন সিদ্ধান্ত তৈরি করতে পারব না। তাই এখানে মাশরাফির মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। মাশরাফি যদি আমাদের দলে আসে অবশ্যই প্রথম আলোচনাটাই হবে তুমি কি অধিনায়কত্ব করতে চাও কি চাও না বা তুমি কি চাচ্ছ।’
×