ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোটের স্বচ্ছতা নিশ্চিত না হলে গণতন্ত্র বিপন্ন হবে ॥ জি এম কাদের

প্রকাশিত: ২৩:৩৪, ৬ ডিসেম্বর ২০২০

ভোটের স্বচ্ছতা নিশ্চিত না হলে গণতন্ত্র বিপন্ন হবে ॥ জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ভোটের গোপনীয়তা এবং নির্বাচনের স্বচ্ছ পদ্ধতি নিশ্চিত করার বিকল্প নেই। ভোটের স্বচ্ছতা নিশ্চিত না হলে গণতন্ত্র বিপন্ন হতে পারে বলে মত দিয়েছেন দেশের বিশিষ্টজনরা। বিরোধী দল জাতীয় পার্টি আয়োজিত নেতৃত্ব নির্বাচন বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে তারা এসব মতামত তুলে ধরেন। বলেন, গত কয়েক দশকে দেশের নির্বাচন পদ্ধতি গণতান্ত্রিক হলেও ভোট ও ভোটের রাজনীতি একেবারেই গণতান্ত্রিক নয়। বারবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে। মানুষ নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হতে পারছে না। বিতর্ক উঠছে। আন্তর্জাতিক মহলও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার প্রতি অসন্তুষ্ট। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এজন্য প্রয়োজন ঐক্যমতের রাজনীতি ও রাজনৈতিক স্বদিচ্ছা। শনিবার দুপুরে দলের চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি খুলানা বিভাগ আয়োজিত তৃণমূলে নেতৃত্ব নির্বাচন বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে বক্তরা এসব কথা বলেন।
×