ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলকাতা যাচ্ছেন ৩০ মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ২৩:৩২, ৬ ডিসেম্বর ২০২০

কলকাতা যাচ্ছেন ৩০ মুক্তিযোদ্ধা

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের সঙ্গে গভীর মর্যাদায় বিজয় দিবস পালন করতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অভ্যর্থনায় একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া ৩০ বীর মুক্তিযোদ্ধা কলকাতায় যাবেন। তাদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ কর্মকর্তা এবং তাদের স্ত্রী ও পরিবারের সদস্যরাও কলকাতায় যাওয়ার কথা রয়েছে। খবর বাংলানিউজের। শনিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার সেনাপ্রধান মেজর জেনারেল সূর্যচক্র ভি. শ্রী হরি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ অন্য কর্মকর্তারা। উপস্থিত ছিলেন আনন্দবাজারের প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত। যাত্রীদের মাস্ক বিতরণ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপপরির্দশক (এসআই) আমিনুল ইসলামের জানান, অনেক যাত্রীর মুখে মাস্ক নেই। অনেকে আবার ঠিকভাবে মাস্ক পরছেন না। তাই যাত্রীদের সঠিকভাবে মাস্ক পরার জন্য অনুরোধ করা হয় এবং করোনার সতর্কতার জন্য গত সাতদিন ধরে রেলস্টেশনে আগত যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচশতাধিক যাত্রীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
×