ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের পক্ষে দোলাইরপাড়ে মানবশৃঙ্খল কর্মসূচী

প্রকাশিত: ২৩:২৯, ৬ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের পক্ষে দোলাইরপাড়ে মানবশৃঙ্খল কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতায় নেমেছে উগ্র-সাম্প্রদায়িক মৌলবাদী সামাজিক সংগঠন হিসেবে পরিচিত হেফাজতে ইসলাম। তাদের সঙ্গে যোগ দিয়েছে কয়েকটি ইসলামী সংগঠন। সমাবেশ করে হুঙ্কার ছেড়ে বলা হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হলে তা টেনে-হিঁচড়ে নদীতে ফেলে দেয়া হবে। তাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নিয়ে সারাদেশে প্রতিবাদ প্রতিরোধের মুখেও শনিবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলেছে সাম্প্রদায়িক গোষ্ঠী। যে এলাকা থেকে মূলত নতুন করে ভাস্কর্য নির্মাণের বিরোধিতা তৈরি হয়েছে শনিবার সেই এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে মানবশৃঙ্খল কর্মসূচী থেকে হেফাজতকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তারা বলছেন, যে কোন মূল্যে ভাস্কর্য নির্মাণে সবাই পাশে থাকবেন। সাম্প্রদায়িক অপশক্তির হুঙ্কারে বাংলাদেশ কোন অবস্থাতেই পথ হারাতে পারে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। তবে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সরকারের আরও কঠোর অবস্থান দেখানোর দাবি তুলেছেন সর্বস্তরের মানুষ। স্থানীয় সংসদ সদস্য আবু হোসেন বাবলা এই মানবশৃঙ্খল কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীতে অংশ নিয়ে জাপার এই কো-চেয়ারম্যান বাবলা এমপি বলেছেন, বীর বাঙালী যখন একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী পালন করছে, ঠিক সেই মুহূর্তে দেশের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য বিরোধী গোষ্ঠী আবারও পবিত্র ধর্মকে অপব্যবহার করে একাত্তরের মতো ফনা তুলে বাঙালীর উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছেন। আহমদীয়া মুসলিম জামায়াতের শতবর্ষ উদযাপন স্টাফ রিপোর্টার ॥ সংঘাত আর উগ্রতার বিরুদ্ধে মহানবীর (স) শান্তি, মহানুভবতা, ক্ষমা আর সম্প্রীতির আদর্শকে সর্বত্র ছড়িয়ে দেয়ার অঙ্গিকারের মধ্য দিয়ে পালিত হলো আহমদীয়া মুসলিম জামায়াত ঢাকার শতবর্ষ। শনিবার রাজধানীর বকশী বাজারের আহমদীয়া মুসলিম জামায়াতের কেন্দ্রীয় মসজিদে দিবসটি উদযাপন করা হয়। কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে ঢাকা শহরের অন্যান্য আহমদীয়া মসজিদ এবং বিভিন্ন কেন্দ্রে এবং বাসাবাড়িতে বসে সদস্যরা ভার্চুয়ালী সপরিবারে অনুষ্ঠানে যোগদান করেন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী এবং পশ্চিম বঙ্গের আহমদী মুসলিমরা শতবার্ষিকী আনুষ্ঠান উপভোগ করেন।
×