ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাউফলে আধা-পাকা ধান কেটে নিচ্ছেন কৃষক

ধানখেতে লেদা পোকার আক্রমণ

প্রকাশিত: ২০:০১, ৫ ডিসেম্বর ২০২০

ধানখেতে লেদা পোকার আক্রমণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ ডিসেম্বর ॥ বাউফলে লেদা পোকার আক্রমণে আধা-পাকা ধান কেটে ঘরে তুলছে কৃষক। এর ফলে তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের কৃষক মজিবর ফকির জানান, তিনি এ বছর সাড়ে ৩ কানি (৯৪০ শতাংশ) জমিতে ইরি-৫২ জাতের ধান চাষ করেছেন। কিন্তু শীষকাটা লেদা পোকার আক্রমণে তিনি আধা-পাকা ধান কেটে ঘরে তুলেছেন। কেবল মজিবরই নয়, আধা-পাকা ধান কেটে ঘরে তুলেছেন একই গ্রামের সেলিম ফকির, জাহাঙ্গীর খান, নিজাম খান, জসিম খানসহ অনেক কৃষক। পোকার আক্রমণ ঠেকাতে কেউ কেউ আবার খেতের আধা-পাকা ধানে ওষুধ ছিটাচ্ছেন। নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের ইউনুচ মৃধা, ধানদী গ্রামের আহেদ রাঢ়ী, আলতু রাঢ়ী, বড়ডালিমা গ্রামের জাহাঙ্গীর মৃধা, তালতলী গ্রামের ছোবহান হাওলাদার, ভরিপাশা গ্রামের সেলিম গাজীসহ অনেক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, তেঁতুলিয়া নদী পাড়ে কেবল মঠবাড়িয়া কিংবা ঘুচরকাঠিই নয়, উপজেলার বিভিন্ন গ্রামে ও বিচ্ছিন্ন চরাঞ্চলেও শীষকাটা লেদা পোকার আক্রমণ করেছে। ঘুচরাকাঠি গ্রামের বশার হাওলাদার জানান, ক্ষনিকাটা (শীষ কাটা) লেদা পোকার আক্রমণে তার প্রায় তিন কানি জমির ধান বিনষ্ট হয়েছে। মোহাম্মদ আলী তিনি বলেন, ‘বাজারের ওষুধেও কোন কাজ করে নাই। এবার বৃষ্টিপাতের কারণে সঠিক সময়ে ধান খেত শুকাতে পারেনি। স্যাঁতস্যাঁতে ভাব এখনও খেতে। দিনের বেলায় লেদা পোকা গোছার গোড়ায় লুকিয়ে থাকে আর রাতে শীষ কাটে। ধান খায় না। শীষ ও শীষের কানা কেটে ধান বিনষ্ট করছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ‘আমাদের লোকজন লিফলেট বিতরণসহ মাঠে কৃষকদের সচেতন করে নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। সার্বক্ষণিক খেতের অবস্থা জানানোর জন্য কৃষকদেরও অনুরোধ করা হয়েছে।’
×