ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২৩:০৫, ৪ ডিসেম্বর ২০২০

ঝলক

মৃত্যুই বিচ্ছিন্ন করল নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইও তাদের আলাদা করতে পারেনি। কিন্তু তার অভিঘাতে ভাঙল ৪৭ বছরের সম্পর্ক। এক মিনিটের মধ্যেই প্রয়াত হলেন স্বামী-স্ত্রী। অবাক করার মতো এ ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রের মিশিগানের। প্যাট্রিসিয়া ও লেসিয়ে ম্যাকওয়ার্টার্স ২৪ নবেম্বর মাত্র এক মিনিটের ব্যবধানে প্রাণ হারান। তাদের মৃত্যুর সময়ের ব্যবধান এতটাই কম ছিল যে চিকিৎসকরা দুজনেরই মৃত্যুর সময় হিসেবে উল্লেখ করেছেন বিকেল ৪টা ২৩ মিনিটকে। তাদের দুই মেয়ের একজন মা-বাবা সম্পর্কে বলেছেন, জীবনে সব ব্যাপারে একসঙ্গে থাকতেন। কিন্তু এভাবে জীবনের শেষটাও একসঙ্গে হবে, সেটা কেউই কোনদিন ভাবতে পারিনি। প্রাণ হারানোর দুই সপ্তাহ আগে অবসর প্রাপ্ত নার্স প্যাট্রিসিয়া করোনা আক্রান্ত হন। তার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতীশীল দেখে বাড়িতে ফিরে গিয়ে আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তিনি বাড়ি ফেরার পরই দুর্ভাগ্যবশত তার স্বামী লেসিয়েও কোভিড আক্রান্ত হন। যার এক সপ্তাহ পর দুজনের অসুস্থতা গুরুতর হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মৃত্যুর কিছুদিন আগেই পাশাপাশি বেডে শুয়ে প্যাট্রিসিয়া তার স্বামী লেসিয়েকে বলেছিলেন, চলো, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে! -লস এ্যাঞ্জেলেস টাইমস ফাস্ট ফুড খেতে হঠাৎ ইচ্ছে করল ফাস্ট ফুড খেতে। পছন্দের দোকানের খাবার খেতে হেলিকপ্টারে পাড়ি দিতে হলো ৭২৫ কিলোমিটার পথ। তাও মাত্র কয়েক ঘণ্টার জন্য। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটিয়েছেন ভিক্টর মার্টিনভ নামে এক রাশিয়ান কোটিপতি। তার এমন ঘটনায় হতবাক সবাই। জানা গেছে, রাশিয়ার এই ধনকুবের ক্রিমিয়ার একটি রিসোর্টে বান্ধবী আলুসটার সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তাদের দুজনেরই হঠাৎ নাম করা ফাস্ট ফুড কোম্পানি ম্যাকডোনাল্ডসের খাবার খেতে ইচ্ছে করে। কিন্তু কাছে নয়, ৭২৫ কিলোমিটার দূরে ক্রাসনোডারে অবস্থিত ফাস্ট ফুডের শপটি। সে কারণেই হেলিকপ্টার নিয়ে সেখানে যেতে হয়েছে তাদের। এরপর ২ হাজার ৭০০ মার্কিন ডলার খাবার খান তারা। খেয়ে দুজনে ফের ওই রিসোর্টে ফিরে আসেন। এ বিষয়ে এক সাক্ষাতকারে ভিক্টর বলেন, রিসোর্টে থাকার সময় দুজনেরই ম্যাকডোনাল্ডসের খাবার খেতে ইচ্ছে করছিল। আমরা হেলিকপ্টার নিয়ে সেখানে যাই। খাবার খেয়ে আবার রিসোর্টে ফিরে আসি। -মস্কো টাইমস
×