ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপরাধীর সনদ বাতিল, আসল সনদ বহাল করলো শিক্ষা বোর্ড

নাম পরিবর্তন করে অপরাধী তুলে নিলো অন্যের সনদ

প্রকাশিত: ১৮:০৯, ১ ডিসেম্বর ২০২০

নাম পরিবর্তন করে অপরাধী তুলে নিলো অন্যের সনদ

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থী ও বাবা-মায়ের নাম পরিবর্তন করে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট তুলে নেয়ার অভিযোগ উঠেছে। ফলে নকল ব্যক্তির কারণে আসল শিক্ষার্থীই এখন বিপদে পড়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী আবু সুফিয়ানের ঘটনা নিয়ে এক ফেসবুক স্টেটাসকে ঘিরে শোরগোল চলছে। তবে ঘটনা জানার পর ইতোমধ্যেই অভিযুক্ত ব্যক্তির সনদ বাতিল ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর সনদ বহাল রাখা হয়েছে। এ তথ্য জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার জনকণ্ঠকে বলেছেন, ইতোমধ্যেই এমন জালিয়াতির ঘটনা বোর্ড কর্তৃপক্ষের নজরে এসেছে। ঘটনার জানার পরই আমরা তদন্ত করে অপরাধীর বিষয়ে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই অভিযুক্ত ব্যক্তির সনদ বাতিল করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর সনদ বহাল রাখা হয়েছে। আমরা এখন পর্যন্ত তদন্তে যতটুকু জানতে পারছি, অপরাধী ব্যক্তি ভুক্তভোগী শিক্ষার্থীর পরিচিত কেউ। পরিচিত বলেই আসল শিক্ষার্থীর সকল কাগজপত্র, সনদ অপরাধী কাছে আছে। জানা গেছে, গত ১৪ নবেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরির আবেদন করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। ভুক্তভোগী শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, চাকরির আবেদনে রেজিস্ট্রেশন নম্বর দেয়ার পর দেখা গেল সেখানে আমার (আবু সুফিয়ান) নাম নেই। একইসঙ্গে আমার বাবা-মায়ের নামও নাই। পরবর্তীতে বোর্ডে গেলে জালিয়াতির বিষয়টা পরিষ্কার হয়। বাবা-মায়ের নাম পরিবর্তন করে আমার রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে এসএসসি ও এইচএসসির নকল সার্টিফিকেট তুলে নেয়া হয়েছে। নামের পরিবর্তন হিসেবে- ছাত্র: : 'Abu Suphian'-এর পরিবর্তে ‘Abu Sufian’, বাবার নাম ‘Md Sonam Uddin’-এর পরিবর্তে ‘Md Sohidul Islam’, মা: ‘Razia Begum’-এর পরিবর্তে ‘Zinnatun Begum’ করা হয়েছে। করা হয়েছে। মূল ছাত্র আবু সুফিয়ান ঢাকা কলেজের (২০১০-১১) সেশনের পরিসংখ্যানের ছাত্র। তিনি ২০০৮ সালে মানিকগঞ্জ থেকে এসএসসি ও ২০১০ সালে ঢাকা রেসেডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। শিক্ষার্থীর এক ববড় ভাই রাসেল মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘খবরটা খুবই দুখঃজনক, আগে জানতাম নীলক্ষেতে নকল সার্টিফিকেট তৈরি হয়........। আর এখন এক দুষ্কৃতিকারী শিক্ষাবোর্ড থেকেই আসল সার্টিফিকেটধারী ছাত্রের নামসহ পিতা-মাতার নাম পরিবর্তন করে সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি তুলে নিয়ে যায় !!!!!! ১৪ই নবেম্বর প্রাইমারি চাকরির আবেদন করতে গিয়ে ঘটনাটি ধরা পড়ে। ঘটনাটি ঘটেছে আমার রুমমেট প্রিয় বড়ভাই দক্ষিণায়ণ হলের ৩০৬ নাম্বার রুমের আবু সুফিয়ান ভাইয়ের সাথে। আবু সুফিয়ান ভাই ঢাকা কলেজের ১০-১১ সেশনের পরিসংখ্যানের ছাত্র। সে ২০০৮ সালে মানিকগঞ্জ থেকে SSC ও ২০১০ সালে ঢাকা রেসেডেনসিয়াল মডেল কলেজ থেকে HSC পাশ করেছে।’ গত ১৪ই নবেম্বর ২০২০ তারিখে প্রাইমারি আবেদন করতে গিয়ে চোখ ছানাবড়া। রোল-রেজিস্ট্রেশন দেয়ার পর সব ঠিক আছে, কিন্তু সেখানে আবু সুফিয়ানের ভাইয়ের নাম নাই,সাথে সাথে ওর পিতামাতর নামও নাই।
×