ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন ॥ পাট ও বস্ত্রমন্ত্রী

প্রকাশিত: ০০:১৭, ১ ডিসেম্বর ২০২০

শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন ॥ পাট ও বস্ত্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। পঁচাত্তরের পর ২১ বছর আমরা তাঁর নাম নিতে পারিনি। আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, মুক্তিযোদ্ধা পরিচয় দিতেই পারতাম না। ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জনগণের ভোটে জয়ী করেছেন। তিনি ক্ষমতায় এসে এসব থেকে আমাদের মুক্ত করেছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা এদেশে এক সময় পৃষ্ঠপোষকতা পেয়েছে। তারা ব্যবসা-বাণিজ্য করে বিভিন্ন সুবিধা নিয়ে ধনী হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ষষ্ঠতলা ও লিফটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর চাষাঢ়ায় প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় সিনামন রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। এছাড়াও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, হাবিবুর রহমান বাদল, আইয়ুব হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়সহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×