ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলাভেসের কাছে লজ্জার হার রিয়ালের

প্রকাশিত: ২১:০৯, ৩০ নভেম্বর ২০২০

আলাভেসের কাছে লজ্জার হার রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কিন্তু দলটি কিছুতেই চলতি মৌসুমে চ্যাম্পিয়নের মতো খেলতে পারছে না। এবার ঘরের মাঠে আরেকটি লজ্জার হারের স্বাদ পেয়েছে গ্যালাক্টিকোরা। শনিবার রাতে অনুশীলন মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে সফরকারী আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিক রিয়াল। ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আলাভেসকে এগিয়ে দেন লুকাস প্যারেজ। বিরতির পরপর ৪৯ মিনিটে স্বাগতিক গোলরক্ষক থিবো কোর্তোয়ার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন জোসেলু। ম্যাচের ৮৬ মিনিটে কাসেমিরো রিয়ালের হয়ে এক গোল পরিশোধ করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। অন্যান্য ম্যাচে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে এ্যাটলেটিকো মাদ্রিদ ও হুয়েস্কাকে একই ব্যবধানে হারিয়েছে সেভিয়া। দারুণ জয় পেয়ে লীগে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকল এ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ বাঁশি বাজার ১১ মিনিট আগে প্রতিপক্ষের টিনো ল্যাটোর আত্মঘাতী গোলে গুরুত্বপূর্ণ জয় পায় দিয়াগো সিমিওনের দল। এই জয়ে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের সমান ২৩ পয়েন্ট ঝুলিতে ভরেছে এ্যাটলেটিকো। তবে গোলগড়ে একে আছে সোসিয়েদাদ। এ পর্যন্ত লীগের নয় ম্যাচ খেলা এ্যাটলেটিকো মাত্র দুটি গোল হজম করেছে। তাদের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে থেকে তালিকার ১৪তম স্থানে রয়েছে লিওনেল মেসির বার্সলোনা। ১৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার স্মরণে প্রতিটি ম্যাচের শুরুতেই এক মিনিট করে নীরবতা পালন করা হয়। ম্যাচের শুরুতেই একটি কর্নার প্রতিহত করতে গিয়ে ডিফেন্ডার নাচো ফাউল করলে পেনাল্টি পায় সফরকারী আলাভেস। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে অতিথিদের এগিয়ে দেন প্যারেজ। রিয়ালের জন্য রাতটি খারাপ হয়ে যায় ম্যাচের ২৮ মিনিটে বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে। ম্যাচের ৪৯ মিনিটে স্বাগতিক গোলরক্ষকের ভুল পাসে জোসেলুর কাছে বল চলে যায়। আর ৩০ গজ দূর থেকে জোরালো শটে রিয়ালের জালে জড়িয়ে দেন তিনি। ফলে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল। শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের একটি বল একেবারেই গোলপোস্টের কাছ থেকে জালে জড়িয়ে দিয়ে ৮৬ মিনিটে রিয়ালের ব্যবধান কমায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। এর মধ্যে ইস্কোর প্রচেষ্টা ফিরে আসে বারে লেগে। যে কারণে হার নিয়ে মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়নদের। লীগে ১০ ম্যাচ খেলে তিনটিতে হেরেছে রিয়াল। সপ্তাহের মধ্যভাগে চ্যাম্পিয়ন্স লীগে ইন্টার মিলানে ২-০ গোলে জয়ী হওয়ার পরও লীগ ম্যাচে তৃতীয় হারের পর রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, এ বিষয়ে আমার কাছে কোন ব্যাখ্যা নেই। আমরা ভাল মুহূর্তের সঙ্গে খারাপ মুহূর্তের মধ্যে রদবদল করেছি। মিলানে আমরা ভাল ম্যাচ খেলেছি। আর তিনদিন পর আমরা নিজেদের মাঠেই এমন একটি বাজে ম্যাচ উপহার দিলাম। ফরাসী গ্রেট বলেন, চলতি মৌসুমে আমরা এ ম্যাচেই সবচেয়ে খারাপভাবে শুরু করেছি। ম্যাচের ধারাবাহিকতা আমরা পরিবর্তন করতে পারিনি। এটি আমাকে যেমন বিব্রত করেছে, তেমনি আমার মনে হয় খেলোয়াড়দেরও করেছে। এই মুহূর্তে আমাদের ধারাবাহিকতায় সমস্যা হচ্ছে। অন্যদিকে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে কোনরকমে জয় পেয়েও খুশি এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে। আর্জেন্টাইন এই কোচ বলেন, এটা ঠিক যে আমরা বড় ব্যবধানে জিততে পারিনি। কিন্তু ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল। ভ্যালেন্সির মতো দলকে হারানো সহজ নয়।
×