ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিলিপস তাণ্ডবে বিধ্বস্ত উইন্ডিজ

প্রকাশিত: ২১:০৮, ৩০ নভেম্বর ২০২০

ফিলিপস তাণ্ডবে বিধ্বস্ত উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য আইপিএল খেলার ধকল সামলাতে বিশ্রামে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও তারকা পেসার ট্রেন্ট বোল্ট। এতটুকু প্রভাব পড়েনি। ঘরের মাঠে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি২০ সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। রবিবার মাউন্ট মঙ্গানিউয়ে দ্বিতীয় ম্যাচের নায়ক গ্লেন ফিলিপসের রেকর্ডগড়া সেঞ্চুরির তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। কিউইরা পেয়েছে ৭২ রানের জয়। ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে ১৬৬/৯-এ থামিয়ে দেয় টিম সাউদির দল। একই ভেন্যুতে আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ ম্যাচ আজ। সর্বশেষ দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে দু’দল। ২৩৮/৩ নিজেদের টি২০ ইতিহাসে কিউদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের ইনিংস এটি। অবিশ্বাস্য ব্যাটিং করেছেন দুই নবাগত ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। ৪ চার ও সমান ছক্কায় ৩৭ বলে ৬৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কনওয়ে। ৫১ বলে ১০ চার ও ৮ ছক্কায় ১০৮ রান করে আউট হন গ্লেন ফিলিপস। কলিন মুনরোকে (৪৭ বলে) পেছনে ফেলে গড়েন দেশের হয়ে দ্রুততম টি২০ সেঞ্চুরির (৪৬ বলে) নতুন রেকর্ড। টি২০ ইতিহাসে চার নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকানো মাত্র চতুর্থ ব্যাটসম্যান ফিলিপস। সর্বোপরি পাওয়ার প্লের ৬ ওভারের পরে নেমে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে ৮৫ বলে ১৮৪ রান যোগ করেন দু’জনে, নিউজিল্যান্ডের হয়ে যে কোন উইকেট জুটিতে যা নতুন রেকর্ড। শেষ ১০ ওভারে ১৫৪ রান যোগ করে নিউজিল্যান্ড যা কিউইদের সর্বোচ্চ আর বিশ্ব টি২০’র তৃতীয় সর্বোচ্চ। রানের পাহাড়ে চাপা পড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউই ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক পোলার্ড সর্বোচ্চ ২৮ রান করেন। নয় নম্বরে নেমে কিমো পল অপরাজিত থাকেন ২৬ রানে।
×