ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করোনার এ্যান্টিবডি

প্রকাশিত: ২২:৫৮, ২৯ নভেম্বর ২০২০

করোনার এ্যান্টিবডি

* করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে এ্যান্টিবডি ও মেমোরি টি সেল তৈরি হয় । * এই দু’ধরনের উপাদান তাকে পরবর্তী ইনফেকশন থেকে রক্ষা করে। * গবেষকরা দেখেছেন এ্যান্টিবডি কমলেও টি সেল থেকে যায়। * এখন দেখবার পালা সেল কতটা তাকে প্রটেকশন দিচ্ছে। কতটাই বা কমে আসছে তাদের সংখ্যা। * পরবর্তী রিইনফেকশনের ক্ষেত্রে এই টি সেলই ভরসা। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×