ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিসিএল ফুটবলে নতুনত্ব, অ-১৮ টুর্নামেন্ট

প্রকাশিত: ২১:৪৫, ২৮ নভেম্বর ২০২০

বিসিএল ফুটবলে নতুনত্ব, অ-১৮ টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০২০-২১ সম্পর্কিত উপ-কমিটির প্রথম সভা শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি। সভায় সর্বসম্মতিক্রমে ৪টি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো : ১. আসন্ন চ্যাম্পিয়নশিপ লীগ উপলক্ষ্যে প্রথম রেজিস্ট্রেশন উইন্ডো আগামী ৭ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত খেলোয়াড় দলবদল অনুষ্ঠিত হবে, ২. আগামী ফেব্রæয়ারির প্রথম সপ্তাহ থেকে চ্যাম্পিয়নশিপ লীগ মৌসুমের খেলা শুরু হবে, ৩. চ্যাম্পিয়নশীপ লীগে অংশগ্রহণকারী দলসমূহের অ-১৮ ফুটবল দলের অংশগ্রহণে প্রথমবারের মতো একটি টুর্নামেন্ট আয়োজিত হবে, ৪. চ্যাম্পিয়নশীপ লীগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানীয় একটি দল ক্লাব লাইসেন্সিং শর্তাদি পূরণ করতঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশ নেবে, চ্যাম্পিয়নশিপ লীগে টেবিলে সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ২টি দল অবনমিত হবে, প্রিমিয়ার লীগে পয়েন্ট টেবিলে সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুটি দল ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণ সাপেক্ষে চ্যাম্পিয়নশিপ লীগে খেলবে।
×