ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টাইনে স্পেনের রাজা, মারা গেছেন অসমের মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩:০৬, ২৫ নভেম্বর ২০২০

কোয়ারেন্টাইনে স্পেনের রাজা, মারা গেছেন অসমের মুখ্যমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের বিষাক্ত ছোবলের হাত থেকে বিশ্ববাসীকে বাঁচাতে স্বস্তির খবর দিচ্ছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। আগামী বছরের শুরুতেই তাদের টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আক্রান্তের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে গেছেন স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এদিকে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ১৪ লাখ ৮ হাজার ৮৩৯ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৪০০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১৩ লাখ ৯২ হাজার ৯৩৫ জন। খবর বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরার। কোভিড-১৯ আক্রান্তের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে গেছেন স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ। এরইমধ্যে ১০ দিনের কোয়ারেন্টাইন শুরু করেছেন তিনি। দিন কয়েক আগে ৫২ বছর বয়সী রাজা ফিলিপ এক ব্যক্তির সংস্পর্শে আসেন, যিনি করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত। ওইদিন থেকেই তিনি কোয়ারেন্টাইন শুরু করেন। এদিকে তিনি কোয়ারেন্টাইনে থাকলেও তার স্ত্রী এবং দুই মেয়ে সুস্থ আছেন। তারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। করোনার সংক্রমণের শুরুতে ইউরোপের যে কয়টি দেশে ভাইরাসটি বড় আঘাত হানে তার মধ্যে স্পেন অন্যতম। এখন পর্যন্ত দেশটিতে ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৪৩ হাজার ১৩১ জন। অসমের সাবেক মুখ্যমন্ত্রীর মৃত্যু ॥ অসমের টানা তিনবারের মুখ্যমন্ত্রী ও প্রভাবশালী কংগ্রেস নেতা তরুণ গগৈ মারা গেছেন। সোমবার বিকেলে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৬ বছর বয়সী এ রাজনীতিকের মৃত্যু হয়। অসমের ইতিহাসে সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকা গগৈ আগস্টে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে অক্টোবরের শেষ সপ্তাহে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও কয়েকদিন পরই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হন জোরহাট ও কালিয়াবর থেকে ৬ বার লোকসভায় যাওয়া এ সাংসদ। তিনবার থেকে ৪ বার বিধায়ক নির্বাচিত হওয়া গগৈ ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৩ দফা অসমের মুখ্যমন্ত্রী ছিলেন।
×