ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসলামপুর থেকে নির্বাচিত ফরিদুল হক খান

প্রকাশিত: ২৩:০৫, ২৫ নভেম্বর ২০২০

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসলামপুর থেকে নির্বাচিত ফরিদুল হক খান

বিশেষ প্রতিনিধি ॥ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুরের ইসলামপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার হলে ছোট পরিসরে আয়োজিত অনুষ্ঠানে নতুন প্রতিমন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর পৃথকভাবে গোপনীয়তার শপথও নেন জামালপুর-২ আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ৬৪ বছর বয়সী ফরিদুল হক খান দুলাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জানা গেছে, পাঁচ মাস ধরে খালি থাকা ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে একাধিবার নির্বাচিত এই জনপ্রতিনিধিকে। এক কিংবা দুজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী শপথ নিলে সাধারণত আয়োজন ছোট হয়। করোনাভাইরাস মহামারীর কারণে সেই ছোট আয়োজনের পরিসর আরও সংক্ষিপ্ত করা হয়। দরবার হলের শপথ অনুষ্ঠানের আয়োজনে অংশগ্রহণকারীদের বসার জন্য সাকুল্য মাত্র ২৭টি চেয়ার রাখা হয়েছিল। সরকারের কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিলে সেই অনুষ্ঠানে বরাবরই উপস্থিতি থাকেন সরকারপ্রধান শেখ হাসিনা। কিন্তু প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ছিলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ পদস্থ কর্মকর্তারা। প্রায় পাঁচ মাস ধরে খালি থাকা ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে যে ফরিদুল হক খান দুলালই আসছেন, সেই গুঞ্জন সোমবার থেকেই ছিল। তবে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তখন কিছু বলা হয়নি। মঙ্গলবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। জামালপুরের ইসলামপুরের সাবেক এই উপজেলা চেয়ারম্যান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সংসদে যান। সেই সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য করা হয় তাঁকে। বর্তমান একাদশ সংসদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। দুই কন্যাসন্তানের জনক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল মূলত একজন পাট ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজান তিনি। মন্ত্রিসভায় দুই দফা রদবদল এবং একজন প্রতিমন্ত্রী মারা যাওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে বর্তমানে ২৫ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী এবং তিন উপমন্ত্রী রয়েছেন। সর্বশেষ গত বছরের ১৩ জুলাই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী হিসেবে এবং ফজিলাতুন নেসা ইন্দিরা প্রতিমন্ত্রীর শপথ নেন। টেকনোক্র্যাট কোটায় অর্থাৎ সংসদ সদস্য না হলেও মন্ত্রিসভায় স্থান পাওয়া ৭৪ বছর বয়সী আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আবদুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। গত ১৩ জুন তাঁর মৃত্যুতে এ মন্ত্রণালয় খালিই ছিল। রুলস অব বিজনেস অনুযায়ী, কোন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর অধীনে চলে যায়। এখন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী তুলে দিচ্ছেন মোঃ ফরিদুল হক খান দুলালের হাতে।
×