ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের স্মারকলিপি

প্রকাশিত: ২১:৪৪, ২৩ নভেম্বর ২০২০

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ দেশের হাসপাতালের মর্গে নারী ডোমের মাধ্যমে নারী মৃতদেহের ময়নাতদন্ত সংশ্লিষ্ট কাজ সম্পাদনে পদক্ষেপ নেয়ার জন্য মানববন্ধন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে সংগঠনের নেতৃবৃন্দ তিন দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হলো- সারাদেশের হাসপাতালের মর্গগুলোতে নারী ডোমদের নারী মৃতদেহের ময়নাতদন্ত সংশ্লিষ্ট কাজ সম্পাদনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ। ময়নাতদন্ত সংশ্লিষ্ট কাজে নিয়োজিতদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সারাদেশের হাসপাতালের মর্গগুলোর আধুনিকায়নে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। মানববন্ধন কর্মসূচীতে সংগঠনটির আহ্বায়ক এপিএম সুহেল বলেন, হাসপাতালের মর্গগুলোতে নারী ও পুরুষ মৃতদেহের রক্ষণাবেক্ষণ এবং ময়নাতদন্তের কাজে নারী ও পুরুষ ডোমের নিয়ম থাকলেও প্রায় সব হাসপাতালেই পুরুষ ডোম দিয়ে ময়নাতদন্তের কাজ করা হয়। এতে নারী মৃতদেহের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং বিকৃত যৌনাচারের শিকার হতে হয় যার প্রমাণ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা। আমরা আমাদের ৩ দফা মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি। মানববন্ধন কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উপদেষ্টা মোহাম্মদ উল্লাহ মধু, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন, নাদিম খান নিলয়, রাজন হোসাইন, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম নোমান ও সদস্য সচিব ইসমাইল সম্রাটসহ ঢাকা মহানগর শাখার নেতাকর্মীবৃন্দ।
×